শুভব্রত মুখার্জি: ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্কে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল। ওয়ানডে সিরিজ জয়ের পরে প্রথম বার প্রোটিয়াভূমে টেস্ট সিরিজে জয়ের লক্ষ্যে লড়াই করছেন রোহিত শর্মারা। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপুটে বোলিংয়ে বেশ ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে কিপার ব্যাটার কেএল রাহুলের লড়াকু ইনিংসে আপাতত সম্মানজনক একটা অবস্থানে পৌঁছেছে তারা। তবে প্রথম দিনের খেলা চলাকালীন সব থেকে খারাপ খবরটি এসেছে দক্ষিণ আফ্রিকা শিবিরের জন্য। মাঠে খেলা চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তেম্বা বাভুমা। তাঁর স্ক্যানও করা হয়েছে। আর এই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই সেঞ্চুরিয়ন টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আদৌও এই টেস্টে আর খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
আরও পড়ুন: রাবাডা মানেই কেঁপে ওঠেন হিটম্যান, প্রোটিয়া বোলারই সর্বোচ্চ বার আউট করেছেন রোহিতকে
মঙ্গলবার সেঞ্চুরিয়নে প্রথম দিনের খেলা চলাকালীন তাঁর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করেন বাভুমা। তাঁকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। স্ক্যান করানোর পরে ধরা পড়ে তাঁর বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যেটা চোট বেশ গুরুতর। হঠাৎ করেই হ্যামস্ট্রিংয়ে বেশি টান পড়ে গিয়েছে। স্ক্যান রিপোর্ট আসার পরে এবার প্রতিদিন বাভুমাকে মেডিক্যাল পর্যবেক্ষণ করা হবে। এই পর্যবেক্ষণের উপরেই নির্ভর করবে, তিনি ম্যাচে আর এই টেস্টে অংশ নেবেন কিনা। বা নিলেও কতটা নিতে পারবেন । অর্থাৎ বলাই যায় প্রথম দিনেই বাভুমাকে নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তার ফলে কিছুটা হলেও ধাক্কা খেল প্রোটিয়া শিবির।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে রান নেই, তবুও দক্ষিণ আফ্রিকায় রাহানাকেই মিস করছেন গাভাসকর
প্রসঙ্গত, বাভুমার এই হ্যামস্ট্রিংয়ের সমস্যা পুরনো সমস্যা। ওডিআই বিশ্বকাপ চলাকালীনও তিনি এই সমস্যাতে ভুগেছেন। ইডেন গার্ডেন্সে সেমিফাইনালেও তিনি এই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেছিলেন। পায়ে ব্যান্ডেজ করে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এই সমস্যার কারণেই তিনি ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি। আর এদিন সেঞ্চুরিয়নে সেই একই সমস্যা ফের তাঁকে এবং তাঁর দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে।
এদিন ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই এদিন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে ভারতীয় দল। ২৪ রানে তিন উইকেট হারায় তারা। এর পর বিরাট কোহলি(৩৮) এবং শ্রেয়স আইয়ার (৩১) জুটি বেঁধে ভারতের ইনিংসকে স্থিতিশীল করেন। লাঞ্চের বিরতির পরপরেই বিরাট এবং শ্রেয়স আইয়ার আউট হন। এর পর ইনিংসে হাল ধরে অনবদ্য কাউন্টার অ্যাটাকিং অর্ধশতরান করেছেন কেএল রাহুল। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাডা এদিন পাঁচটি উইকেট নিয়েছেন।
দিনের শুরুতে রাবাডা পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন, যার মধ্যে রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেটও। অভিষেককারী নান্দ্রে বার্গার নতুন বলে ২ উইকেট তুলে নিয়েছেন। ভারত প্রথম দিন আট উইকেটে ২০৮ রান করে। বৃষ্টির কারণে মাত্র ৫৯ ওভার খেলা হয়েছে।