স্বাস্থ্যসাথীর প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে বিধানসভায় বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালের ঘটনার জেরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলে রাজ্যজুড়ে। তখন রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হয়েছে বলে আজ, বৃহস্পতিবার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে আশ্বাস দেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত তদন্তও করবে রাজ্য সরকার। বিধানসভায় পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা স্বাস্থ্যসাথীর অপব্যবহারের বিষয়টি তোলেন। বিধায়কের প্রশ্ন, ‘আমরা শুনেছি আরজি কর কাণ্ডের সময় স্বাস্থ্যসাথী কার্ডের অনেক অপব্যবহার হয়েছে। রাজ্য কি তা জানে? তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আরজি কর হাসপাতালের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার আপনার নয়। ওটা জনগণের টাকা। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ–ওড়িশার জন্য কবচ প্রকল্পের বরাদ্দ কত? অভিষেকের প্রশ্নের তথ্য দিতে ব্যর্থ রেলমন্ত্রী
অন্যদিকে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছিলেন তখন রোগীরা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন। গরিব মানুষজন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করিয়েছেন। তাতে অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘যাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের টাকা মিসইউজ করেছেন তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে রাজ্য। তার জন্য তদন্ত শুরু হয়েছে। মনে রাখতে হবে এটা জনগণের টাকা। যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই সময় স্বাস্থ্যসাথীর টাকা অনেক বেশি খরচ করতে হয়েছে। আপনি কাজ করলেন না অথচ ঘুরিয়ে টাকা নিলেন। আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’