বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বদলির জন্য চিকিৎসকের কাছে টাকা নেওয়ার অভিযোগ, DG–কে চিঠি নির্মল ও শান্তনুর
পরবর্তী খবর
বদলির জন্য চিকিৎসকের কাছে টাকা নেওয়ার অভিযোগ, DG–কে চিঠি নির্মল ও শান্তনুর
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2023, 11:15 AM ISTMD Aslam Hossain
শান্তনু সেন জানিয়েছেন, ‘একজন চিকিৎসক আমাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার পরে আইএমএ’র পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।’ এ ঘটনায় প্রশ্ন উঠেছে চিকিৎসকদের বদলির জন্যও কি তাহলে টাকা দিতে হচ্ছে?
নির্মল মাজি ও শান্তনু সেন।
স্বাস্থ্যক্ষেত্রে বদলির জন্যও চিকিৎসকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে টাকা। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে এক চিকিৎসক নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজ্য সভাপতি নির্মল মাজি এবং অনারারি সেক্রেটারি শান্তনু সেন এই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির সদস্য বিরূপাক্ষা বিশ্বাসের বিরুদ্ধে। তিনিও একজন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্যাডে ওই আধিকারিকের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের কাছে অভিযোগ জানিয়েছেন দুই হেভিওয়েট চিকিৎসক নেতা।
শান্তনু সেন জানিয়েছেন, ‘একজন চিকিৎসক আমাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার পরে আইএমএ’র পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।’ এ ঘটনায় প্রশ্ন উঠেছে চিকিৎসকদের বদলির জন্যও কি তাহলে টাকা দিতে হচ্ছে? নির্মল মাজি জানান, ‘আইএমএ’র কাছে কোনও সদস্যের আর্থিক অনিয়মের অভিযোগ আসলেই তার ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।’ তিনি বলেন, ‘পুলিশ অভিযোগ খতিয়ে দেখে শাস্তির ব্যবস্থা করবে।’
প্রসঙ্গত, অনুপম মণ্ডল নামে এক চিকিৎসক বিরূপাক্ষা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তিনি মুর্শিদাবাদের ব্লক প্রথম স্বাস্থ্য কেন্দ্রের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের সঙ্গে যুক্ত ছিলেন। রোগী পরিবারের সদস্যরা তাঁকে হেনস্থা করায় ওই চিকিৎসককে উত্তরবঙ্গে স্থানান্তরিত করার জন্য বিরূপাক্ষা বিশ্বাস টাকা চেয়েছিলেন বলে অভিযো।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিরূপাক্ষা বিশ্বাস। তিনি বলেন, অনুপম মণ্ডল আমাকে ৮ হাজার টাকা ধার দিয়েছেন, যার মধ্যে আমি ইতিমধ্যে ৫ হাজার টাকা ফেরত দিয়েছি।’ এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তিনি মন্তব্য করেছেন।