এবারের মতো রাজ্যে জাঁকিয়ে শীতের আশা কার্যত শেষ। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের বেলা বাড়বে পারদ। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্জার জেরে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।চলতি বছর মকর সংক্রান্তির দিন শীতের আমেজ থাকলেও তারপর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রাতে ও ভোরের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলা বাড়ছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মহানগরীর তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে তা ১৪ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার তেমন প্রকোপ নেই।এরইমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে কলকাতায় বৃষ্টি হবে না।