দোল এসে গেল। অনেকেই নানা ধরনের পরিকল্পনা করছেন। কীভাবে এই দিনটাকে স্মরণীয় করে রাখা যায়। এদিকে অনেকের আবার মেট্রো চেপে বন্ধুবান্ধবদের বাড়িতে আড্ডা দিতে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে জেনে নিন দোলের দিন অর্থাৎ শুক্রবারের মেট্রোর সময় সূচি। দোলের দিন কিছুটা বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি।
সাধারণত দোলের দিন মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকে। আসলে ওই দিন রাস্তায় অন্যান্যদিনের মতো যাত্রী থাকে না। বহু অফিসে ছুটি থাকে। সেকারণে এবারও দোলের দিন মেট্রোর সংখ্য়া অন্য়ান্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে।
এবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা। দুপুর তিনটে থেকে গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-এ মেট্রো পরিষেবা শুরু হবে। অরেঞ্জ ও পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না দোলের দিন।
দোলের দিন প্রথম মেট্রো ছাড়তেই দুপুর গড়িয়ে যাবে।
১) দোলের দিন মেট্রোর সংখ্য়া কমবে অনেকটাই। ১৪ মার্চ দোলের দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ২৬২টির পরিবর্তে সব মিলিয়ে ৬০টি মেট্রো চলাচল করবে। আড়াইটে থেকে পরিষেবা শুরু হবে।
২) কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ।