এবার কলকাতা পুরসভার কন্ট্রোল রুম দখলে নিল সাপ। সোমবার দুপুরে কন্ট্রোল রুমে সাপ দেখতে পান পুরসভার কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় পুরসভার অন্দরে। যদিও কর্মীরাই তৎপরতার সঙ্গে সাপটিকে বাক্স বন্দি করে ফেলেন। পরে বনবিভাগ এসে সাপ উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে গত এক বছরের মধ্যে চারবার সব দেখা গেল কলকাতা পুরসভায়। এই অবস্থায় সমস্যার স্থায়ী সমাধান চাইছেন পুরকর্মীরা। বিষয়টি নিয়ে তাঁরা কলকাতা পুরসভার কমিশনারকে জানাবেন বলে খবর।
আরও পড়ুন: এসি চালাতেই কড়কড় শব্দ, ইন্ডোর ইউনিট থেকে আস্ত সাপ উদ্ধার বারাসতের বাড়িতে
জানা গিয়েছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কলকাতা পুরসভার এক আধিকারিক সদর দফতরের কন্ট্রোল রুমের ভিতরে সাপটি দেখতে পান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুরসভার অন্যান্য কর্মীরা সেখানে জড়ো হন। সেই সময় সাপ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত একজন পুরসভার কর্মী কোনওভাবে সাপটিকে বাক্স বন্দি করতে সক্ষম হন। পরে পুরকর্মীরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। পুর সদর দফতরে সাপের উপস্থিতির বিষয়ে জানানো হয় বন বিভাগকে। পরে বিকেল ৫টার দিকে রাজ্য বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য, কলকাতা পুরসভার সদর দফতরের ভিতরে সাপ দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এক বছরের মধ্যে এটি চতুর্থ ঘটনা। প্রথমবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে সাপ দেখা গিয়েছিল। দ্বিতীয়বার সাপ দেখা যায় কাউন্সিলর ক্লাবে, তৃতীয়বার ছাপাখানায় এবং এবার চতুর্থবার কন্ট্রোল রুমে সাপ দেখা গেল।
কলকাতা পুরসভার ভিতরে বারবার সাপ দেখা দেওয়ায় চরম আতঙ্কে রয়েছেন কর্মীরা। তাঁদের একাংশের মতে, পুরসভার পুরনো অনেক অংশে কাঠ, পুরনো কাগজ ও আবর্জনা জমে রয়েছে। যার ফলে মাঝেমধ্যেই এখানে সাপের উপদ্রব দেখা দিচ্ছে। যদিও এদিন যে সাপ দেখা গিয়েছে সেটি বিষাক্ত ছিল না বলেই জানা গিয়েছে। পুর কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ দল গঠন করার চিন্তাভাবনা করছে। এছাড়াও, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুরক্ষার দিক থেকে আরও কড়া পদক্ষেপ করা দরকার রয়েছে বলে আধিকারিকরা মনে করছেন। তাই পুরসভাও স্থায়ী সমাধান চাইছে। কলকাতা পুরসভার কর্মীরা এবিষয়ে পুর কমিশনার ধবল জৈনকে জানাবেন বলে পুরসভা সূত্রের খবর।