উত্তরবঙ্গে বহু রেল রুট রয়েছে যেগুলি এখনও ইলেকট্রিফিকেশনের আওতায় আসেনি। এরজন্য কাজ চালাচ্ছে রেল। সেই কাজ আরও কিছুটা এগোল। উত্তরবঙ্গের আরও পাঁচটি রেল রুটে ছুটতে চলেছে ইলেকট্রিক ইঞ্জিন। দীর্ঘদিন ধরে এই কাজ চলছিল। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে। এবার দ্রুত এই রেল রুটগুলিতে ইলেকট্রিক ইঞ্জিল চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। সূত্রের খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে এই রুটগুলিতে আগামী এক মাসের মধ্যেই ইলেকট্রিক ইঞ্জিন চালানো শুরু হবে। এরফলে যেমন রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তেমনি নিরাপত্তাও বাড়বে বলে দাবি রেলের।
আরও পড়ুন: যানবাহনের বাধায় দৈনিক ৩১টি ট্রেন লেট, লেভেল ক্রসিং বন্ধ নিয়ে কড়া বার্তা রেলের
উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এই পাঁচটি রেলরুট হল নিউ কোচবিহার থেকে বক্সিরহাট, নিউ কোচবিহার থেকে বামনহাট, বক্সিরহাট থেকে ধুবড়ি, ফকিরগ্রাম থেকে গোলকগঞ্জ এবং নিউ মাল জংশন থেকে ময়নাগুড়ি রোড পর্যন্ত রুট। সবমিলিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মোট ২২ সেকশনে ইলেক্ট্রিফিকেশনের কাজ চলছিল। তার মধ্যে এই পাঁচটিতে কাজ বাকি ছিল। সেই কাজ শেষ হয়েছে। প্রসঙ্গত, এই রুটগুলিতে সবমিলিয়ে প্রায় ২০০ কিলোমিটার রেললাইনকে ইলেকট্রিফিকেশনের আওতায় আনা হয়েছে। যার মধ্যে নিউ কোচবিহারে-বক্সিরহাট রুটে ৩০.২৬ কিমি রেললাইনকে ইলেকট্রিফিকেশনের আওতায় আনা হয়েছে। এছাড়া, বক্সিরহাট-ধুবড়ি লাইনে ৪৮.২৩ কিমি, নিউ মাল জংশন-ময়নাগুড়ি রোড রুটে ৪১ কিমি রেল পথে ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছে। এছাড়াও, নিউ কোচবিহার-বামনহাট লাইনে ৪৯.৮১ কিমি এবং ফকিরগঞ্জ-গোলকগঞ্জ রুটে ৪৫.০৫ কিমি ইলেক্ট্রিফিকেশন হয়েছে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, আলিপুরদুয়ার ডিভিশনের মোট পাঁচটি রুটে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। মাস খানেকের মধ্যেই ইলেকট্রিক ইঞ্জিন চালানো হবে। রেলের দাবি, এই রুটগুলিতে ইলেক্ট্রিফিকেশনের কাজ হওয়ায় ট্রেনের গতি বাড়বে। একই সঙ্গে দুর্ঘটনাও কমবে। রেল সূত্রের খবর, এই ২২টি সেকশনে মোট ১১৪১.৩৮ কিমি রেলপথকে ইলেকট্রিফিকেশনের আওতায় আনা সম্ভব হয়েছে। আরও কিছু রুট রয়েছে সেগুলিতে ইলেকট্রিফিকেশনের কাজ হলে ট্রেন চলাচল আরও মসৃণ হবে বলে মনে করছেন স্থানীয়রা।