কাজে এল না শোয়েব মালিক এবং ইরফান খানের মরিয়া লড়াই। মার্টিন গাপ্টিলের ৬৭ বলে ১১৭ রানের সুবাদে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ছয় রানে হারিয়ে দিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। যিনি ১৯ তম ওভারে অ্যান্ড্রু টাইকে পিটিয়ে ৩০ রান তোলেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। তবে এবার আইপিএলে খেলছেন না গাপ্টিল। ২০২২ সালের আইপিএলের নিলামে দল পাননি।
শনিবার করাচিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন করাচির অধিনায়ক ইমাদ ওয়াসিম। যিনি দুর্দান্ত শুরু করেন। ম্যাচের প্রথম ওভারেই 'ডবল উইকেট মেডেন' করেন। তৃতীয় বলে আউট করেন জেসন রয়কে। পঞ্চম বলে আবদুল বাঙ্গালজাইকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন ইমাদ। সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর আগেই ৬.১ ওভারে কোয়েটার স্কোর দাঁড়ায় চার উইকেটে ২৩ রান। সেখান থেকে কোয়েটার ইনিংসের হাল ধরেন ইফতিকার আহমেদ এবং গাপ্টিল।
১৪.৫ ওভারে দলগত ৯২ রানের মাথায় ইফতিকার (২৭ বলে ৩২ রান) আউট হয়ে গেলেও মহম্মদ নওয়াজের সঙ্গে গাপ্টিলের আরও একটি জুটি গড়ে ওটে। তবে ষষ্ঠ উইকেটের ওই জুটিতে স্রেফ দর্শকের ভূমিকায় ছিলেন নওয়াজ। বেধড়ক মারতে থাকেন গাপ্টিল। বিশেষত ১৯ তম ওভারে ৩০ রান তোলেন। টাইয়ের প্রথম বলে চার মারেন। দ্বিতীয় বলটা ছক্কা হয়। তৃতীয় বলে ফের চার মারেন। পরের দুটি বল আবারও বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। ওভারের শেষ বলে ফের চার মারেন গাপ্টিল। শেষপর্যন্ত ২০ তম ওভারের শেষ বলে আউট হয়ে যান নিউজিল্যান্ডের তারকা। সেই ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৮ রান তোলে কোয়েটা।
বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালো শুরু হয়নি করাচিরও। ৪.২ ওভারে তিন উইকেট পড়ে যায় শারজিল খানের। তারপর শোয়েবের সঙ্গে করাচির ইনিংসের হাল ধরেন ম্যাথু ওয়েড। প্রাথমিকভাবে ধাক্কা সামাল দিলেও একাদশতম ওভারে জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় করাচি। তবে সেখান থেকে করাচিকে টানতে থাকেন শোয়েব এবং ইরফান। কিন্তু নাসিম শাহের দুরন্ত ১৮ তম ওভার (এক ওভারে ছয় রান) এবং মহম্মদ হাসনাইনের ১৯ তম ওভারের (এক ওভারে সাত রান) সুবাদে জিতে যায় কোয়েটা। ৪৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন শোয়েব এবং ২৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ইরফান।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।