বাংলা নিউজ > ময়দান > Pakistan Cricketer brutally trolled: ২০১৮-তে সন্তান জন্ম পুরনো সতীর্থের, ৪ বছর পর শুভেচ্ছা জানালেন পাকিস্তানের তারকা!
পরবর্তী খবর
Pakistan Cricketer brutally trolled: ২০১৮-তে সন্তান জন্ম পুরনো সতীর্থের, ৪ বছর পর শুভেচ্ছা জানালেন পাকিস্তানের তারকা!
1 মিনিটে পড়ুন Updated: 29 Dec 2022, 08:21 AM ISTAyan Das
Pakistan Cricketer brutally trolled: ২০১৮ সালের ১৪ মার্চ পুত্রসন্তান জন্মের কথা জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ইউনিস খান। ২০২২ সালের ২৫ ডিসেম্বর শুভেচ্ছা জানিয়েছেন সোহেল তনভীর। তা নিয়ে তুমুল ট্রোলের মুখে পড়েছেন।
সোহেল তনভীর এবং তাঁর সেই টুইট। (ছবি সৌজন্যে, পাকিস্তান সুপার লিগ ফাইল এবং টুইটার)
চার বছর আগে বাবা হয়েছেন প্রাক্তন সতীর্থ। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি। অবশেষে ২০২২ সালের শেষলগ্নে সেই প্রাক্তন সতীর্থ ইউনিস খানকে শুভেচ্ছা জানালেন সোহেল তনভীর। সেই কাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হলেন পাকিস্তানের তারকা। নেটিজেনরা স্রেফ হাসি থামাতে পারছেন না।
২০১৮ সালের ১৪ মার্চ টুইটারে সদ্যোজাত সন্তানের দুটি ছবি পোস্ট করেছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার ইউনিস। পুত্রসন্তানকে হাতে ধরে সেই ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, 'দ্বিতীয় পুত্রসন্তান হয়েছে আমার। দয়া করে ওকে শুভ কামনা করুন।' যে পোস্টে প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছিলেন। শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার, সমর্থকরা।
তারইমধ্যে গত রবিবার (২৫ ডিসেম্বর) আচমকা সেই পোস্টে শুভেচ্ছা জানান সোহেল। টুইটারের সময় অনুযায়ী, ২০২২ সালের ২৫ ডিসেম্বর দুপুর ৩ টে ২৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) সেই টুইট করেন সোহেল। অর্থাৎ দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হওয়ার জন্য সাড়ে চার বছর ইউনিসের সেই পোস্টে পাকিস্তানের ক্রিকেটার শুভেচ্ছা। তিনি লেখেন, ‘মাশাল্লাহ, আপনাদের (ইউনিস এবং তাঁর স্ত্রী) অনেক শুভেচ্ছা।’
সাড়ে চার বছর সেই শুভেচ্ছাবার্তার জন্য টুইটারে তুমুল ট্রোলের মুখে পড়েন সোহেল। একটি জনপ্রিয় সাবান সংস্থার বিজ্ঞাপনের দৃশ্য পোস্ট করে এক নেটিজেন লেখেন, 'আমি সোহেল ভাইকে বলছি, আপনার নেট ঢিমেগতির নাকি?' একজন বলেন, 'সোহেল ভাই, এটা চার বছরের পুরনো টুইটার।' একইসুরে একজন আবার বলেন, 'বাচ্চার বয়স এখন চার বছর হয়ে গিয়েছে।' একজন বলেন, 'ভাই, এই সংস্থার (পাকিস্তানের একটি নির্দিষ্ট সংস্থা নাম করেন ওই নেটিজেন) নেট লাগিয়েছেন নাকি?'
সেখানেই থামেনি ট্রোল। এক নেটিজেন মন্তব্য করেন, 'নির্ঘাত নেশা করে আছেন সোহেল ভাই।' একজন আবার বলেন, 'আর কিছুদিন অপেক্ষা করলে তো ভাইপো নিজেই ধন্যবাদ জানিয়ে দিত।' একইসুরে এক নেটিজেন বলেন, ‘এত তাড়াতাড়ি বলে দেওয়ার কী আছে! একেবারে বাচ্চার বিয়ের দিন শুভেচ্ছা জানিয়ে দিতেন।’ একজন আবার বলেন, ‘সোহেল ভাই টাইম ট্র্যাভেলার। ওঁর (টুইটারের) টাইমলাইন অনুযায়ী উনি নয়া পাকিস্তানে আছেন।’ এক নেটিজেন তো আবার অপর একজনকে ট্যাগ করে বলেন, ‘তোমায় তো তাও সেদিনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। ওই লোকটাকে দেখ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।