শেষ বলে জয়ের জন্য চাই তিন রান। সেই প্রবল উত্তেজনার মধ্যে কিছুক্ষণের জন্য থমকে রইল খেলা। আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন পঞ্জাব কিংসের দুই ব্যাটার - সিকন্দর রাজা এবং শাহরুখ খান। কী হচ্ছে, সেটা ঠিক কেউ বুঝতে পারছেন না। ধারাভাষ্যকার জল্পনা উসকে বলেন, তাহলে কি কাউকে তুলে নিতে চাইছে পঞ্জাব থিঙ্কট্যাঙ্ক? জোরে দৌড়াতে পারেন, এমন কাউকে নামানো হচ্ছে? যদিও শেষপর্যন্ত কিছু হয়নি। বরং সিকন্দরের শটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয় পঞ্জাব। আর ম্যাচের শেষে সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ জিম্বাবোয়ের তারকা।
ম্যাচের শেষে সরকারি সম্প্রচারকারী সংস্থার সাক্ষাৎকার-পর্বে জিম্বাবোয়ে তথা পঞ্জাব কিংসের রাজা বলেন, '(কী হচ্ছিল), আমি কিছু জানি না। আমি শুধু দেখছিলাম যে ড্রেসিংরুম থেকে অনেকে হাত নাড়াচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম না যে কী হচ্ছে। হয়ত আমাদের দু'জনের মধ্যে কাউকে তুলে নেওয়ার কথা হচ্ছিল। আমি জানি না। জলদি সেটা আমি খুঁজে বের করব (হাসতে-হাসতে বলেন)।'
এমনিতে রবিবার চিপক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় পঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২০০ রান তোলে চেন্নাই। ৫২ বলে অপরাজিত ৯২ রান করেন ডেভন কনওয়ে। চার বলে অপরাজিত ১৩ রান করেন মহেন্দ্র সিং ধোনি। সেই রান তাড়া করতে নেমে একটা সময় হারের মুখে দাঁড়িয়েছিল পঞ্জাব। কিন্তু লিয়াম লিভিংস্টোনের ২৪ বলে ৪০ রানের ইনিংসের সৌজন্যে প্রবলভাবে ম্যাচে ফিরে আসেন শিখর ধাওয়ানরা। ১০ বলে ২১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জিতেশ শর্মাও।
আরও পড়ুন: CSK vs PBKS: শেষ বলে দৌড়ে ৩ রান, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের
শেষ ওভারে জয়ের জন্য নয় রান দরকার ছিল পঞ্জাবের। যা এক বলে কমে দাঁড়ায় তিন রান। সেই শেষ বলের আগে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন সিকন্দররা। তারপর স্ট্রাইক নেন জিম্বাবোয়ের তারকা। মাথিশা পাথিরানার ঢিমেগতির বলটা আসতেই স্কোয়ার লেগের দিকে পুল মারেন রাজা। ডিপ ফাইন লেগ এবং ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে বলটা বাউন্ডারির দিকে যেতে থাকে। মাহিশ থিকশানা অবিশ্বাস্যভাবে বাউন্ডারি বাঁচালেও দৌড়ে তিন রান নিয়ে নেন সিকন্দররা। জিতে যায় পঞ্জাব। সাত বলে ১৩ রানে অপরাজিত থাকেন জিম্বাবোয়ের তারকা।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।