শেষ ওভারে ৯ রান খরচ করা মাথিসা পথিরানাকে নিয়ে বিন্দুমাত্র ক্ষোভ নেই মহেন্দ্র সিং ধোনির। কেননা তিনি জানেন আইপিএলের মঞ্চে শেষ ওভারে ২০ রান তুলেও বহু ম্যাচ জয়ের নজির রয়েছে। এমনকি শেষ ওভারে ৩০ রান তুলেও ম্যাচ জিততে দেখা গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। সেদিক থেকে দেখলে চাপের মুখে পথিরানার কোনও বাউন্ডারি উপহার না দিয়ে মাত্র ৯ রান খরচ করা খারাপ পারফর্ম্যান্স নয়। তবে চিপকে পঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচ হারের জন্য মাঝের ২টি ওভারের খারাপ বোলিংকে দায়ি করেন মাহি।
বুঝতে অসুবিধা হয় না যে, ১৬তম ওভারে তুষার দেশপান্ডের ২৪ রান ও ১৭তম ওভারে ওভারে জাদেজার ১৭ রান খরচ করার দিকে ইঙ্গিত ধোনির। যদিও মাহি এটাও স্বীকার করে নেন যে, পাওয়ার প্লে-তে পেসারদের যথেচ্ছ রান খরচ করার অভ্যাসও বদলাতে হবে।
ধাওয়ানদের কাছে হারের পরে ধোনি বলেন, ‘পথিরানা ভালো বল করেছে। আসলে মাঝে ওভার দুয়েকের খারাপ বোলিংয়ের জন্যই ম্যাচটা হারতে হয়েছে আমাদের। প্রথম ৬ ওভারেও আমাদের ভালো বল করতে হবে। পেসারদের বুঝতে হবে পাওয়ার প্লেতে সঠিক লাইন-লেনথ কী হতে পারে।’
আরও পড়ুন:- CSK vs PBKS: শেষ বলে দৌড়ে ৩ রান, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের
চিপকে ২০০ রান যথেষ্ট বলে উল্লেখ করেও ধোনির দাবি, শেষর দিকে আরও ১০-১৫ রান সংগ্রহ করা উচিত ছিল তাদের। চেন্নাই দলনায়কের এমন দাবি অমূলক নয়। কেননা ক্রিজে সেট ব্যাটসম্যান থাকা সত্ত্বেও স্লগ ওভারে ঝড় তুলতে পারেনি চেন্নাই। ধোনি নিজে শেষ ওভারে জোড়া ছক্কা মেরে দলকে ২০০ রানে পৌঁছে দেন। নাহলে চেন্নাইয়ের ১৯০ রানে আটকে যাওয়ার সম্ভাবনা ছিল বিস্তর। স্লগ ওভারে ব্যাট চালাতে পারলে সিএসকে অনায়াসে ২১০-২১৫ রানে পৌঁছতে পারত।
১৮ ও ১৯তম ওভারে মিলিয়ে চেন্নাই সাকুল্যে ১৬ রান সংগ্রহ করে। ডেভন কনওয়ে ও জাদেজার মতো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ক্রিজে থাকা সত্ত্বেও ওই দুই ওভারে মাত্র ১টি চার মারতে সক্ষম হয় চেন্নাই।
এপ্রসঙ্গে ধোনি বলেন, ‘ব্যাটিং ইনিংসের শেষের দিকে আমাদের আরও ১০-১৫ রান তোলা উচিত ছিল। যদিও এই পিচে ২০০ রান খারাপ নয়। পিচ খারাপ ছিল না। স্পিনারদের বল একটু ঘুরছিল এবং স্লো বলগুলি একটু থমকাচ্ছিল বটে। সব মিলিয়ে বোলারদের জন্য অল্প সাহায্য ছিল পিচে।’
এমন টানটান ম্যাচে হারের পরে ধোনিকে আত্মসমীক্ষায় মগ্ন হতে দেখা যায়। তিনি স্পষ্ট জানান যে, 'পরিকল্পনায় ভুল নাকি বাস্তবায়নে, আমাদের ভেবে দেখতে হবে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।