রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব। এবার তিনি জামায়তে ইসলামীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তিনি জানিয়েছেন, একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? প্রশ্ন করেছে রিজভী। খবর প্রথম আলোর প্রতিবেদন অনুসারে।
এখানেই শেষ নয়।
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিএনপি নেতা বলেন, আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টরে কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।
আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন তিনি। সেখানেই তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি জুলাই অগস্ট মাসে হত্য়ার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অধ্য়াপক ইউনুসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে। কিন্তু এই সরকার তো সর্বজনীন সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুনলাম জুলাই অগস্ট মাসে যাঁরা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন শুধু সেই সব হত্য়াকাণ্ডের বিচার হবে। ইলিয়াস আলির বিচার হবে না? সাড়ে ১৫ বছরে যারা ক্রশফায়ারের শিকার হয়েছেন তাঁদের বিচার করবেন না? আমরা জুলাই অগস্টের মহিমাণ্বিত আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। তাঁদের হত্যাকারীদের যেমন বিচার হবে, ঠিক সাড়ে ১৫ বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যাঁরা অকাতরে জীবন দিয়েছেন, যাঁরা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাঁদের জন্য বিচার হতে হবে।
রবিবার ঢাকায় বিএনপির রুহুল রিজভি বলেছিলেন,' উপদেষ্টাদের প্রায় অনেকেই সব দেন, .. চাঁদাবাজ বিদায় হয়েছে, আর কোনও চাঁদাবাদ আমরা দেখতে চাইনা.. চাঁদাবাজ না আসুক, রুহুল রিজভি বলেন,'আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লিগ, হেলমেট লিগ, বন্দুক লিগ। আবার জনগণ এটাও জানে খুর লিগ, পায়ের রগ কাটা লিগ। কারা পায়ের রগ কাটে, জনগণকে জানে না? তাঁদের জনগণ ঠিকই চেনে।' রুহুল রিজভি বলেন,'আমরা তো দেখেছি যে একটি রাজনৈতিক দলের অনুসারীরা কীভাবে ইসলামি ব্যাঙ্ক দখল করেছে।' রিজভি বলেন,' আজকে বড় বড় কথা বলেন। কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। জেলায় জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ড দখল, টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয়? ‘ এরপর ১৯৭১এর প্রসঙ্গ তুলে রিজভি সুর চড়া করেন। তিনি বলেন,' আপনাদের ৭১ এর অর্জন কী? আপনারা ৭১ এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৭১, ৯০ এর গৌরব বিএনপির।'