স্বপ্নের গাড়ি কেনার জন্য ১০ বছরের অপেক্ষা, আর তারপর মাত্র এক ঘণ্টার মধ্যেই সেই স্বপ্ন যদি পুড়ে ছাই হয়ে যায়, তাহলে আর কিছু বলার থাকে না। এমনই ঘটনা ঘটেছে জাপানের একজন ব্যক্তির সঙ্গে। তাঁর গল্প শোনার পর, আপনি তাঁর জায়গায় নিজেকে কল্পনাও করতে পারবেন না।
ঠিক কী ঘটেছে
আসলে, সম্প্রতি ৩৩ বছর বয়সী হোনকন ১০ বছর ধরে টাকা জমানোর পর তার প্রিয় গাড়ি ফেরারি ৪৫৮ স্পাইডার কিনেছিলেন। তবে, দুর্ভাগ্যবশত, এই গাড়ির আনন্দ ছিল মাত্র ১ ঘণ্টার। তারপর যা ঘটল তাঁর সঙ্গে। জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তিনি মাত্র কয়েক মিনিটের জন্য গাড়িটি চালাতে পেরেছিলেন। কারণ চালানোর কিছু মুহূর্তের মধ্যেই হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায় এবং তাঁর স্বপ্নও ভেঙে যায়।
ওই হতভাগ্য ব্যক্তি নিজেই এই তথ্য দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে তিনি জানিয়েছেন যে ডেলিভারির মাত্র এক ঘন্টা পরেই তাঁর গাড়িতে আগুন ধরে যায়। হতাশ হনকন লিখেছেন, 'আমার মনে হয় পুরো জাপানে আমিই একমাত্র ব্যক্তি যার সঙ্গে এটি ঘটল। এই ফেরারি ৪৫৮ স্পাইডারের জন্য তিনি ৪৩ মিলিয়ন ইয়েন অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসাবে প্রায় ২.৬ কোটি টাকা খরচ করেছিলেন বলে জানা গিয়েছে।
তথ্য অনুযায়ী, হোনকন গাড়িটি কিনে টোকিওতে চালাতে বেরিয়েছিলেন। তারপর হঠাৎ তিনি দেখতে পান যে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। হোনকন বলেন, সুপারকারটি ডেলিভারির কিছুক্ষণ পরেই এর ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া দেখে হোনকন তৎক্ষণাৎ তাঁর গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন। তারপরেই ঘটে যায় অত্যন্ত দুঃখজনক ঘটনাটা।
এই দুর্ঘটনায় হোনকন আহত না হলেও, তাঁর গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এক্সপ্রেসওয়েতে ২০ মিনিটের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, বিষয়টি প্রকাশ্যে আসার পর, টোকিও মেট্রোপলিটন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।