এবার এক ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন সোহম-প্রিয়াঙ্কা-বিবৃতি-দেবাসিসরা। ছবির নাম ‘সে তো আজ ও বোঝে না’। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির চরিত্রগুলির লুক। ছবি পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রন রাজ। কিন্তু কেমন সেই ছবির গল্প?
মৈনাক, মালদা থেকে কলকাতায় আসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য। সঙ্গে আসে তাঁর স্কুল-কলেজের বন্ধু জাহির। কলকাতাতে এসে মৈনাকের সঙ্গে আবারও দেখা হয় ছোটবেলার আরও এক বন্ধু মেঘলার। সে এখন ক্লারিকাল পোস্টে একটা সরকারি চাকরি করে। মেঘলাও সব সময় চইত যাতে তাঁর বন্ধুরা সরকারি চাকরি পায় এবং আত্মনির্ভর হয়ে ওঠে। কিন্তু মৈনাক সবসময়ই অন্যরকম কিছু করতে চাইত। কারোর চাকরগিরি করতে চাইত না মৈনাক, এমনকি সরকারি চাকুরে হলেও তার আপত্তি ছিল। এদিকে বেকার মৈনাকের পকেটে জোর করে হাতখরচার টাকা ঢুকিয়ে দিত মেঘলা। আর এই বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হয় মৈনাকও তা বুঝতে পারেনি। এদিকে মেঘলার বিয়ের দিন এসে যায় মেঘলার পছন্দের ভালবাসার মানুষের সঙ্গেই বিয়ে হয়ে যায়।