রণিতা দাস অভিনয় জগৎ থেকে এখন বেশ দূরেই আছেন। তাঁকে সকলেই বাহামনি বলে চেনেন। কিন্তু এখন আর তাঁকে তেমন ভাবে কোনও ধারাবাহিক বা ছবিতে দেখা যায় না। কানাঘুষোয় শোনা যায় তাঁর এবং সৌপ্তিক চক্রবর্তীর মধ্যে কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিন তাঁরা চুটিয়ে প্রেম করেছেন। টলিউডের অন্যতম হিট কাপল ছিলেন তাঁরা। তাঁদের একটি প্রযোজনা সংস্থাও আছে। তবে তাঁরা প্রকাশ্যে কখনই তাঁদের সম্পর্ক ভাঙা গড়া নিয়ে মুখ খোলেননি। কিন্তু এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই কি বিয়ে করে ফেললেন রণিতা?
রণিতার নতুন পোস্ট
রণিতা দাস এদিন বেনারসি পরে, সোনার গয়নায় সেজে লাজুক মুখে ধরা দেন। জানান তাঁর বউ বউ অনুভূতি হচ্ছে। তবে না, তিনি বিয়ে করেননি। এটা নিছকই একটি ফটো সেশন যা তিনি তাঁর মায়ের শাড়ি পরে করেছিলেন। এদিন তাঁর পরনে একটি রানি রঙের বেনারসি পরেছিলেন। তিনি এই ছবিটি পোস্ট করে লেখেন, 'মায়ের বিয়ের শাড়ি। দুলহানওয়ালি ফিলিং।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন নস্টালজিয়া, ভালোবাসা, সম্পর্ক, সাবেকিয়ানা, ইত্যাদি।
আরও পড়ুন: হীরামান্ডির কোঠায় লুকিয়ে স্বাধীনতা সংগ্রামের বীজ! প্রকাশ্যে মনীষা-সোনাক্ষী-আদিতিদের ফার্স্ট লুক
আরও পড়ুন: ‘এখন মরে গেলে…’ পরিচালনার জন্য সবথেকে বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন বাঙালিরাই,সত্যজিৎ-মৃণালের পাশে নাম দেখে গর্বিত সৃজিত
কে কী বলছেন?
রণিতা এই সাজে ধরা দিতে অনেকেই অনেক মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার কি বিয়ে হয়ে গিয়েছে ম্যাডাম?' আরেকজন লেখেন, 'অসাধারণ লাগছে আপনাকে। আপনার মায়ের শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে।'
আরও পড়ুন: 'ওর মতো কেউ আমায়...' প্রেমের বিষয়ে মুখে টুঁ শব্দ নেই, তবুও বিজয়ের স্তুতি করে কী বললেন রশ্মিকা?
আরও পড়ুন: ভূতপরী, কেমিস্ট্রি মাসি: প্রেমের মাসে ভরপুর বিনোদন দিতে প্রস্তুত টলিউড, ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে কোন ছবি-সিরিজগুলি?
প্রসঙ্গত রণিতা এবং সৌম্য মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে একসঙ্গে এক ফ্রেমে ধরা দিতে দেখা যায়। ইন্ডাস্ট্রির অন্দরে চাপা গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়েও তাঁরা কিছু জানাননি। তবে সৌম্য এবং রণিতা বহুদিনের বন্ধু। সৌপ্তিকের সঙ্গে আদৌ বিচ্ছেদ হয়েছে কিনা প্রাক্তন অভিনেত্রীর বা তিনি নতুন সম্পর্কে আছেন কিনা সেটা সময়ই বলবে।