সদ্য জামনগর থেকে ফিরেছেন বলিউজ সেলেবরা। এরপরই ক্রিকেটের মাঠে দেখা গেল অভিনয় আর ক্রিকেট জগতের তারকা ব্যক্তিত্বদের একসঙ্গে। মুম্বইতে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) উদ্বোধনী দিনে রামচরণ, অক্ষয় কুমার, সুরিয়া এবং বোমান ইরানি একফ্রেমে ধরা দেন। তারকারা চার্টবাস্টার গান 'নাটু নাটু'-তে নেচেছেন। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন।
শুধু তাই নয়, প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, যিনি হোস্টিং দায়িত্ব পালন করছিলেন, তিনিও তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এ দিন সকালে রামচরণ আর সচিনের মাঠে থাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন জাহ্নবী, প্রকাশ্যে ‘দেবরা’র নতুন পোস্টার
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের সঙ্গে দেখা করলেন আশা ভোঁসলে, গেয়ে শোনালেন ‘আভি না যাও..’
আরও পড়ুন: মা-বাবা বলিউডের নামী মুখ, বড় মেয়েটির ফিগারের চর্চা সর্বত্র, ছবিতে থাকা ছোটজন আবার উঠতি মুখ, চিনতে পারছেন