এক ব্যক্তি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, খুব ভালো কথা রাতারাতি বনপাসের নাম বদলে হল পাহাড়গঞ্জ হল্ট! কিন্তু দুর্ভাগ্যের বিষয় রেল কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিকের কাছে এবিষয়ে যাত্রীদের কাছে কোনও আগাম নির্দেশিকা নেই। রেল কর্তৃপক্ষের বোঝা উচিত এটা লাভ অর্জন কিংবা স্পূর্তি করার জায়গা নয়।'
ঋত্বিক চক্রবর্তী ও পাওলি দাম
পূর্ব রেলের বর্ধমান-রামপুরহাট রেল শাখায় রয়েছে বনপাস রেল স্টেশন। ওই শাখার রেলযাত্রীরা বেশ ভালোভাবেই চেনেন এই স্টেশনটিকে। তবে হঠাৎই বদলে গিয়েছে সেই রেল স্টেশনের নাম। নাম বদলে হয়ে গিয়েছে ‘পাহাড়গঞ্জ হল্ট’। আর তাতেই বিভ্রান্ত নিত্যযাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নাম ফলকের ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
ঠিক কী ঘটেছে?
খোঁজ নিয়ে জানা যাচ্ছে, বনপাস স্টেশনের এই নাম বদল মাত্র তিনদিনের জন্য। কারণ সেখানে চলছে পৃথা চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি পাহাড়গঞ্জ হল্টের শ্যুটিং। যে ছবিতে জুটি বেঁধেছেন পাওলি দাম ও ঋত্বিক চক্রবর্তী। আর ছবির শ্য়ুটিংয়ের প্রয়োজনে ২৮-৩০ মার্চ তিনদিনের জন্য স্টেশনের নাম বদলে দেওয়া হয়েছে। আর তাতেই বেজায় বিরক্ত স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। অনেকেই এনিয়ে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন। এক ব্যক্তি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, খুব ভালো কথা রাতারাতি বনপাসের নাম বদলে হল পাহাড়গঞ্জ হল্ট! কিন্তু দুর্ভাগ্যের বিষয় রেল কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিকের কাছে এবিষয়ে যাত্রীদের কাছে কোনও আগাম নির্দেশিকা নেই। রেল কর্তৃপক্ষের বোঝা উচিত এটা লাভ অর্জন কিংবা স্পূর্তি করার জায়গা নয়।' ঘটনায় বিরক্ত এক বাসিন্দা বলেন, ‘টিকিট কাটতে গিয়েও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শ্যুটিং চলায় নিরাপত্তারক্ষীরা বাধা দিচ্ছেন।’ সবমিলিয়ে পূর্ব রেলের কাণ্ডে বেজায় বিরক্ত স্থানীয়রা।