পহেলগাঁও হামলার পর সাধারণ মানুষ তো বটেই প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। এই ঘটনার পর পাকিস্তানকে একহাত নিয়েছেন জাভেদ আখতার। এবার তাঁর মন্তব্যের রেশ ধরে তাঁর উদ্দেশ্যে তোপ দাগলেন পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি।
আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আগেই ফের মিশকা হয়ে অনুরাগের ছোঁয়ায় ফিরছেন অহনা?
কী ঘটেছে?
Reviewit . pk এর তরফে এদিন একটি রিপোর্টে জানানো হয়েছে বুশরা তাঁর বিদেশ সফর থেকেই জাভেদ আখতারের উদ্দেশ্যে তোপ দেগেছেন। তাঁর মতে এই বর্ষীয়ান ভারতীয় গীতিকারের উচিত এসব বিষয় নিয়ে না কথা বলা। একই সঙ্গে তিনি বলে, 'আপনার মরতে তো আর বেশি সময় বাকি নেই।'
বুশরা এদিন আরও বলেন, 'আমাদের সো কল্ড লেখকের তো বাহানা লাগত কিছু একটা। উনি তো মুম্বইয়ে বাড়ি ভাড়া পর্যন্ত পেতেন না। নিজের অস্তিত্ব বজায় রাখতে উনি যা খুশি করতে পারেন। না জানি কী কী বলছেন, কিছু তো লজ্জা শরম করুন। মরতে বসেছে তো। তার মধ্যেও এসব ফালতু কথাবার্তা।
বুশরা জানিয়েছেন নাসিরউদ্দিন শাহ যেমন চুপচাপ আছেন জাভেদ আখতারেরও তেমন চুপচাপ থাকা উচিত। তিনি বর্ষীয়ান গীতিকারের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, 'এতটাও বা কে ভয় পায়, কীসের এত লোভ? চুপচাপ থাকতে পারেন তো। নাসিরউদ্দিন শাহও তো আছেন। উনি তো চুপ করে আছেন। আরও অনেকেই আছেন যাঁরা চুপকরে আছেন। মনে যা আছে সেটা মনেই রাখুন।'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

আরও পড়ুন: কোহলির ভক্তদের '২ পয়সার জোকার' বলে কটাক্ষ! স্ত্রী-বোনকে গালিগালাজ করায় কী বললেন রাহুল?
কী বলেছিলেন জাভেদ আখতার?
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতার পহেলগাঁও হামলার বিষয়ে জানিয়েছিলেন, 'এটা তো প্রথম হল না। একাধিকবার হয়েছে। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব দ্রুত পদক্ষেপ নিতে। বর্ডার কিছু বোমা ফাটিয়ে কিছু হবে না। সলিড স্টেপ নিন কিছু। এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনা প্রধান পাগল হয়ে যান। এটাই সময় কিছু একটা করার।'
প্রসঙ্গত গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়।