সেটা ছিল ১৯৮৫ সাল, সেই বছরের ৮ মার্চ নারীদিবসের দিন সাতপাকে বাঁধা পড়েছিলেন নীতা দালাল (বিয়ের আগের পদবী) ও মুকেশ আম্বানি। তারপর দেখতে দেখতে ৪০টা বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন দেশের সবথেকে ধনী এই দম্পতি। হ্যাঁ, আজ নীতা-মুকেশ আম্বানির ৪০তম বিবাহবার্ষিকী। বিয়ের দিন ঠিক কীভাবে সেজেছিলেন নীতা? চলুন ফিরে দেখা যাক 'পুরানো সেই দিনের কথা'-তে।
বিয়ের দিন ঠিক কীভাবে সেজেছিলেন নীতা?
নীতা আম্বানি নিজের বিয়ের দিন খুবই ছিমছাম সাধারণ সাজেই সেজেছিলেন। তাঁর সেই নববধূ-র সাজ ছিল সাধারণ অথচ মার্জিত, আবার একই সঙ্গে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ। যে পোশাকে ছিল আঞ্চলিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ ঐতিহ্য। নীতা সূক্ষ্ম টাই-এন্ড-ডাই বাঁধনির কাজে সজ্জিত দুটি শাড়ি একসঙ্গে পরেছিলেন - একটি পানেতার শাড়ি যেটি কিনা তাঁর মায়ের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে পরেছিলেন। আর অপরটি ছিল ঘরচোলা, সেটি তিনি তাঁর স্বামীর পরিবারকে সম্মান জানাতে পরেছিলেন। চলুন ফিরে দেখা যাক নীতা আম্বানির সেই বিয়ের পোশাক।