নভ্যা নভেলি নন্দা। বলিপাড়ায় পা না রাখলেও নেটমাধ্যমে তাঁর জনপ্রিয়তা কোনও উঠতি নায়িকার থেকে কোনও অংশে কম নয়। সম্পর্কে তিনি অমিতাভ বচ্চনের নাতনি। নভ্যার সঙ্গে মিজান জাফরির সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই জল্পনার শেষ নেই বলিপাড়ায়। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের পার্টনারের সঙ্গে ছবি শেয়ার করে পরিচয় করিয়ে দিলেন তিনি।ছবির সঙ্গে নভ্যা স্রেফ লিখেছেন 'হাই পার্টনার'। তবে জানিয়ে রাখা ভালো ছবিতে নভ্যার সঙ্গে কিন্তু মিজান নেই। এমনিতেও একাধিকবার নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন নভ্যা এবং মিজান দু'জনেই। তবে ইনস্টাগ্রামে এই ছবিতে অমিতাভ-নাতনি'-র পাশে যিনি বসে রয়েছেন তিনি কিন্তু 'পার্টনার' হলেও সে অর্থে প্রেমিক নন। তিনি নভ্যার আপন ভাই অগস্ত্য নন্দা। ছবিতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে রয়েছেন অগস্ত্য। তাঁকে জড়িয়ে রয়েছেন দিদি নভ্যা। তবে এই প্রথম নয়। এর আগেও ভাইয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নভ্যা। কিছুদিন আগে অগস্ত্যর সঙ্গে আরোএকটি ছবির ক্যাপশন হিসেবে তাঁর দিদি লিখেছিলেন 'পার্টনার পার্টনার'। বলাই বাহুল্য দিদি-ভাইয়ের এই জুটি দারুণ পছন্দ নেটিজেনদের। প্রতিবারের মতো এবারেও তাঁদের এই ছবি পোস্টের পর ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছেন নভ্যা।বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ভবিষ্যতে যে তিনি তাঁর বাবার ব্যবসাতে যোগ দিতে চান সেকথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন 'অমিতাভ-নাতনি'।