জি বাংলায় একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে। আর তার মধ্যেই একটি কুসুম ধারাবাহিকের সময় এবং শুরুর দিন ঘোষণা হয়ে গেল। কোন মেগার কপাল পুড়ল এই ধারাবাহিকের আগমনে?
কুসুম ধারাবাহিকের স্লট
এদিন জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল যে কবে থেকে শুরু হতে চলেছে কুসুম ধারাবাহিকটি। একই সঙ্গে জানান হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচারের সময়। আগামী ৪ জুন থেকে দেখা যাবে এই ধারাবাহিক। হ্যাঁ, সপ্তাহের মাঝখান থেকেই শুরু হবে কুসুম ধারাবাহিকের পথ চলা। এটি জি বাংলার পর্দায় রোজ বিকেলে সাড়ে পাঁচটা থেকে দেখা যাবে।
কিছুদিন আগে থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বুলেট সরোজিনী। দর্শকদের থেকে মোটের উপর বেশ ভালোই সাড়া পাচ্ছে সেই মেগা। দিয়া বসু, অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সেই মেগাকে টক্কর দেবে জির এই আসন্ন মেগা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ইতিমধ্যেই দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়েছে। যদিও সেটা রাতের স্লটে সম্প্রচারিত হতো। ফলে ওই ৪৫ মিনিট কোন মেগা দেখা যাবে বা কোন ধারাবাহিক আসবে সেটা জানানো হয়নি। অন্যদিকে একই সঙ্গে মিঠিঝোরা এবং তুই আমার হিরো ধারাবাহিকেরও টিআরপিতে একেবারেই হাঁড়ির হাল অবস্থা। এদিকে রাণী ভবানীও আসছে এই চ্যানেলে। ফলে কোন মেগা কোন সময় দেখা যাবে আগামীতে সেটা আগামীতেই বোঝা যাবে।
আরও পড়ুন: 'উনি তো পর্ন বানান...' কিয়ারাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য, আগেই রামগোপালের ধরন বোঝেন পরম! কী বলেছিলেন?