বাংলা নিউজ > বায়োস্কোপ > গোধূলি আলাপ: ফুলশয্যায় খাটের ফুল ছিঁড়ে যা তা করল নোলক, রাগ কীভাবে কমাবে অরিন্দম
শুরুর আগে থেকেই ‘গোধূলি আলাপ’ ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে ছিল চরম উত্তেজনা। তার সবচেয়ে বড় কারণ হল এই ছবির গল্প। একজন মধ্যবয়সী লোকের সাথে একটা বাচ্চা মেয়ের বিয়ে যেন অদ্ভুত ঠেকছিল দর্শকের কাছে। তারওপর টিভিতে ফিরছেন কৌশিক সেন। এটাও কি কম পাওনা! সোমু সরকারের সঙ্গে তাঁর জুটি কেমন হবে সেটাই দেখার অপেক্ষা এখন!