মুকেশ আম্বানি এদিন তাঁর গোটা পরিবারকে নিয়ে হাজির হন মহাকুম্ভে। সেখানে তিনি তাঁর মা কোকিলাবেন সহ নাতি নাতনি সবাইকে নিয়েই ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করেন। প্রয়াগরাজে এদিন আম্বানি পরিবারের ৪ প্রজন্মকেই উপস্থিত থাকতে দেখা যায়।
আরও পড়ুন: খালি অরিজিতের বাড়িতে আড্ডা নয়, জিয়াগঞ্জের স্থানীয় দোকান থেকে মিষ্টি-লস্যি খেলেন এড শিরান!
মহাকুম্ভে আম্বানি পরিবার
মুকেশ আম্বানি এদিন তাঁর মা কোকিলাবেন, দুই ছেলে আকাশ এবং অনন্ত, দুই বউমা শ্লোকা, রাধিকা, নাতি নাতনি পৃথ্বী এবং বেদার সঙ্গে বোন দীপ্তি সালগাওকর, নীনা কোঠারিকে নিয়ে মহাকুম্ভে আসেন। এছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন মুকেশ আম্বানির শাশুড়ি পুনমদেবী দালাল এবং শ্যালিকা মমতাবেন দালাল। তাঁরা সবাই মিলে এদিন স্নান করেন।
নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাশানন্দ গিরি জি মহারাজ এদিন আম্বানি পরিবারের গঙ্গা পূজা করান। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে আরও লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ডুব দেন আম্বানি পরিবারের ৪ প্রজন্ম। এদিন পুণ্যস্নানের পর মুকেশ আম্বানি গিয়ে প্রমথ নিকেতন আক্রমের স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজের সঙ্গে গিয়ে দেখা করেন। সেখানে আম্বানি পরিবারের তরফে সবাইকে মিষ্টি বিলানো হয়। দেওয়া হয় লাইফ জ্যাকেট।
এবারের এই মহাকুম্ভে আম্বানি পরিবারের রিলায়েন্স ইন্ডাস্ট্রি সমস্ত তীর্থযাত্রীদের তীর্থ যাত্রী সেবা অ্যাপের মাধ্যমে সাহায্য করছে। সেখানে এই জীবনে একবার পুণ্য সময়ের সাক্ষী থাকতে পারেন যাতে সকলে তাও নির্বিঘ্নে সেটারই চেষ্টা করছে এই অ্যাপ।
শুধু তাই নয়, এই ইন্ডাস্ট্রির তরফে তীর্থ যাত্রীদের অন্ন সেবা, স্বাস্থ্য, নিরাপদে যাতায়াত, ইত্যাদির দিকেও নজর রাখা এবং সাহায্য করা হচ্ছে।
১৪৪ বছর পর আবারও মহাকুম্ভ চলছে এই বছর। ১৩ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এই জমায়েত। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাশিবরাত্রির দিন শেষ হবে পুণ্যস্নান। ইতিমধ্যেই একাধিক তিথিতে শাহি স্নান হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই সময় ত্রিবেণী সঙ্গমে স্নান করতে।