বুধবার বুকার পুরস্কারে সম্মানিত হলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ৭৭ বছর বয়সে তিনি এই পুরস্কার পেলেন। বুকার পুরস্কারের তালিকায় রয়েছে কমবয়সি লেখক লেখিকাও। যেমন সবচেয়ে কম বয়সে বুকার পুরস্কারে সম্মানিত হন এলিনর ক্যাটন। ২০১৩ সালে তিনি বুকার পান। মাত্র ২৮ বছর বয়সে তিনি এই পুরস্কার লাভ করেন। তিনি তার উপন্যাস ‘দ্য লুমিনারিজ’-এর জন্য এই পুরস্কার লাভ করেন। এর আগে, বেন ওক্রি ছিলেন সর্বকনিষ্ঠ বুকার পুরস্কারপ্রাপক। তিনি ১৯৯১ সালে ৩২ বছর বয়সে ৫০ লাখ টাকার বুকারজয়ী হয়েছিলেন।
আরও পড়ুন - বাড়ির অমতে বিয়ে করায় সহ্য করতে হয়েছে হাজার অপমান! বুকারজয়ী লেখিকা বানু মুস্তাকের কাহিনি চোখে জল আনার মতোই
দুবার করে বুকার পুরস্কার
তবে বুকার যে জীবনে একবারই পাওয়া যায়, তাও কিন্তু নয়। চারজন এমন লেখক রয়েছেন, যারা দুবার বুকার পেয়েছেন। এই চারজন লেখক হলেন জেএম কোয়েটজি, পিটার ক্যারি, হিলারি ম্যান্টেল এবং মার্গারেট অ্যাটউড।