সারা সপ্তাহ কাজের চাপ, ছুটির দিনে বাড়িতে জমিয়ে রান্না-বান্না, খাওয়াদাওয়া হলে মন্দ হয় না। আম আদমি থেকে সেলিব্রিটি, এই মামলায় সকলেই এক। সম্প্রতি গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমারের বাড়িতে জমে উঠেছিল, এমনই আড্ডার আসর।
সকলের জন্য ফ্রায়েড রাইস, মটন কারি রান্না করেছিলেন দেবলীনা কুমার। আমন্ত্রিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, ডিজাইনার অভিষেক রায়। তাঁকে খাওয়ানোর পর খেতে বসেছিলেন গৌরব-দেবলীনা। আর খাবার পরিবেশন করছিলেন অনিন্দ্য। তিনি গৌরবকে পরিবেশন করতে গিয়ে বলেন, ‘এটা তোর বউ বানিয়েছে, তুই মটনটা খেয়ে দেখ, খুব ভালো।’ ফের বলেন, ‘তুই সাধারণত খেতে পাস না, দেখ খুব ভালো বানিয়েছে, খুব ভালো।’ অনিন্দ্যর কথায় মুখ চেপে হাসতে থাকেন গৌরব, সজোরে হেসে ফেলেন দেবলীনাও। পাশ থেকে আরও একজনকে হো হো করে হাসতে শোনা যায়।
এরপরই জোর করে দেবলীনার পাতে মটন তুলতে থাকেন অনিন্দ্য। দেবলীনা বাধা দিলেও তিনি থামতে নারাজ। বলেন, ‘আরে আমাকে যখন দিচ্ছিলি ৪ বার করে, এবার তোকে তো এবার আমি সার্ভ করব না! (দেবলীনা হাত দিয়ে সরালে) আরে এই টুকু নে, এই টুকু।’ পাশ থেকে যিনি ক্যামেরা করছিলেন তিনি প্রশ্ন করেন, ‘আর তুই কী খেলি অনিন্দ্য?’ তখন তিনি উত্তরে বলেন, ‘আমি খেয়েছি, ৪ বার মটন নিয়েছি, ৩ বার দেবলীনা আমায় ফ্রায়েডরাইস দিয়েছে।’
আরও পড়ুন-বিয়ের পর প্রথম শিবরাত্রি, ভক্তি ভরে পুজো কৌশাম্বির, তবে আদৃতের দেখা মিলল না…
আরও পড়ুন-৫ বছরের ঝগড়া, আইনি লড়াই! অবশেষে আড়ি থেকে ভাব করলেন জাভেদ-কঙ্গনা