বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের কন্যা দুয়ার জন্ম দেন। সম্প্রতি Marie Claire-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, দুয়াকে নিয়ে ব্যস্ত থাকার কারণে, দেখা করতে পারেননি এক পরিচালকের সঙ্গে। আর যে কারণে সেই পরিচালক তাঁকে করেছিলেন কটাক্ষ।
পরিচালকের কটাক্ষ নিয়ে সরব দীপিকা
দীপিকা জানান, মেয়ের জন্মের পর একটু সময় নিয়ে বুঝতে চেয়েছিলেন যে, পরিস্থিতি কোন দিকে মোড়ে নেয় বা কীভাবে সদ্যোজাত মেয়েকে একটু ভালো রাখা যায়। তবে অভিনেত্রী বুঝেছেন, তাঁর এই পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত অনেকেই ‘ভালো চোখে নেয়নি’।
এক পরিচালকের উল্লেখ করেন দীপিকা। জানান তিনি সম্প্রতি একজন পরিচালককে বলেছিলেন যে তিনি ‘মেয়ের সঙ্গে থাকার প্রয়োজন হয়ে পড়েছে। তাই তিনি তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না’। এতে বেশ অদ্ভুত জবাব ছিল সেই পরিচালকের।
সেই পরিচালক দীপিকাকে বলেছিলেন, ‘ওহ, দেখে মনে হচ্ছে তুমি মাতৃত্বকে খুব গুরুত্ব দিচ্ছ। আমি জানি না এটা প্রশংসা ছিল নাকি কটাক্ষ। আর এই কটাক্ষ কী মাতৃত্বকে গুরুত্ব দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই আমি দিচ্ছি!’
যদিও এই পরিচালকের নাম প্রকাশ্যে না আনারই সিদ্ধান্ত নেন দীপিকা।
দীপিকা আরও বলেন যে তিনি এবং রণবীর সন্তানকে বড় করা নিয়ে একই ধরনের চিন্তাভাবনা রাখেন। এবং তাঁরা দুজনেই, ‘দুয়ার প্রতিটি প্রয়োজনে তার পাশে থাকতে চান’। তিনি বলেন যে, এর জন্য যদি কেউ কটাক্ষ করেও থাকে, তাতে তাঁরা গুরুত্ব দেন না।
দীপিকা আরও বলেন, ‘আমি সিনেমা করতে চাই কি না... আমি কীভাবে আমার জীবনযাপন করতে চাই বা যে জিনিসগুলি সম্পর্কে আমি সত্যই উৎসাহী, সেগুলোর বাইরে, কে কী ভাবছে তাতে কিছু যায় আসে না।’
২০২৪ সালের ফেব্রুয়ারিতে, দীপিকা এবং রণবীর ঘোষণা করেছিলেন যে তাঁরা সেপ্টেম্বরে সন্তানের প্রত্যাশা করছেন। এরপর মেয়ের জন্মের পর নভেম্বরে মাসে জম্পতি জানান খুদের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। ‘দুয়া: একটি প্রার্থনা। কারণ সে আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। দীপিকা ও রণবীর’, লিখেছিলেন সোশ্যালে।।
দীপিকাকে শেষবার দেখা গিয়েছিল ২০২৪ সালে ফাইটার, কল্কি ২৮৯৮ এডি এবং সিংঘম এগেইন ছবিতে। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় কল্কি ২৮৯৮ এডি এবং সিংঘম এগেইন সিনেমার শুটিং করেন। তিনি এখনও তাঁর নতুন কাজের ঘোষণা করেননি। তবে শাহরুখ খানের কিং এবং প্রভাসের স্পিরিটে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।