অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে, দেবীপক্ষের প্রথম দিন থেকেই শুরু হতে চলেছে বিগ বস ১৭। ইতিমধ্যেই এই শো দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি করে ফেলেছে। প্রকাশ্যে এসেছে বিগ বস সিজন ১৭ এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো। এবার ধীরে ধীরে প্রতিযোগীদের প্রোমো ভিডিয়ো প্রকাশ করছে চ্যানেল কর্তৃপক্ষ। এই প্রোমো ভিডিয়োগুলিতে তাঁরা প্রতিযোগীদের এক ঝলক দেখিয়ে সরিয়ে দিচ্ছে এবং দর্শকদের অনুমান করতে বলছে যে কে সেই প্রতিযোগী? এমনই এক ভিডিয়ো শনিবার পোস্ট করা হয়েছে যেখানে এই শোয়ের সঞ্চালক সলমন খানকে এক প্রতিযোগীর সঙ্গে নাচ করতে দেখ যাচ্ছে।
বিগ বসের প্রোমো ভিডিয়োতে প্রতিযোগীর সঙ্গে নাচ সলমনের
এই প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল দুপাট্টা গানে নাচ করছেন ভাইজান। তাঁর পরনে কালো গেঞ্জি, ব্লেজার এবং প্যান্ট। গলায় জড়ানো লাল ওড়না। তাঁর পাশে দাঁড়িয়ে লাল শাড়ি পরে নাচ করছেন এক মহিলা। এই ভিডিয়ো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয় 'লাল দুপাট্টা সে ইশক ছলকেগা বিগ বসকে স্টেজ পর। আখির কৌন হ্যায় ইয়ে কন্টেস্ট্যান্ট জো কর রহি হ্যায় বিগ বসকে সাথ রোম্যান্স?'
১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১৭। প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রিয়েলিটি শো রাত ১০টা এবং শনি ও রবিবার রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে। কালার্স চ্যানেলে দেখা যাবে এটা।
আরও পড়ুন: 'ধর্ম চাকরি দেয় না কিন্তু!' নাম না করে কি বাঘা যতীনের প্রচারে বিজেপিকে খোঁচা দেবের?
এই প্রোমো দেখে সকলেই সন্দিহান যে মেয়েটি আসলে কে? কেউ কেউ মনে করছেন এই প্রতিযোগী আসলে মানারা চোপড়া। যদিও সত্যিটা কী সেটা তো আজ রাতেই বোঝা যাবে।
তবে এই প্রতিযোগী যিনিই হন না কেন তাঁর এর ভাইজানের রোম্যান্স যে স্টেজে আগুন ধরিয়েছিল সেটা বলাই যায়। ভক্তরা কেউ লেখেন, 'উফ, ভীষণ এক্সাইটেড।' কেউ আবার লেখেন 'উফ কতদিন পর আবার বিগ বস শুরু হচ্ছে।'
এবারের প্রতিযোগী হিসেবে শোনা যাচ্ছে অঙ্কিতা লোখান্ডে, তাঁর স্বামী ভিকি জৈন, ঐশ্বর্য শর্মা, মানারা চোপড়া, আরমান মালিক, ইশা মালভিয়া, প্রমুখ থাকবেন।