Bigg Boss 17 Winner: বিগ বসের গ্র্যান্ড ফিনালাতে বড় অঘটন! সেরা তিনে ঠাঁই হল না ‘অর্চনা’ অঙ্কিতা লোখান্ডের।
বিগ বসের ট্রফি হতছাড়া অঙ্কিতার
বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে বড় অঘটন! সেরা তিনে জায়গা হল না টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা অঙ্কিতা লোখান্ডের। সিজনের শুরু থেকেই বিগ বস ট্রফির অন্যতম দাবিদার ছিলেন অঙ্কিতা। তবে তীরে এসে তরী ডুবল! সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা বিগ বসের সফর শেষ করলেন চার নম্বর থেকেই। আরও পডুন-অঙ্কিতাকে 'ল্যাং মেরে' বিজয়ী মুনাওয়ার! বলছে HT-র সমীক্ষা