Bigg Boss 17-র ঘরে ১০০ দিন কাটানোর পর অবশেষে শো থেকে বাদ পড়লেন ভিকি জৈন। এটা এই সিজন শেষের আগে চূড়ান্ত উচ্ছেদ পর্ব ছিল। এদিকে বিগ বসের ঘরে এত ঝগড়ার পরেও ভিকি বাদ পড়তেই শোতে অঝোরে কাঁদতে শুরু করেন অঙ্কিতা লোখান্ডে।
বিগ বস ১৭ থেকে বহিষ্কৃত ভিকি জৈন
এদিন Bigg Boss-তার তিন প্রতিযোগী অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন ও অরুণ মাশেত্তেকে তাঁদের চিরকুট খুলতে বলেন। চিরকুট খুললেই স্পষ্ট হবে যে এই তিনজনের মধ্যে কে ফাইনালে আর কে বাদ পড়ছেন? এরপর সকলেই চিরকুট খুলে তাতে কী লেখা আছে তা পড়ে শোনালেন। ভিকি জোরে জোরে পড়লেন যে তাঁর কাছে আসা চিরকুটে লেখা, 'উচ্ছেদ'। অর্থাৎ ফাইনালে উঠলেন অঙ্কিতা ও অরুণ।
এরপর ভিকি অঙ্কিতার কপালে চুমু খেয়ে মান্নারা চোপড়া, মুনাওয়ার ফারুকি ও অভিষেককে জড়িয়ে ধরেন। পরে ভিকি ফের কিছুক্ষণ তাঁর স্ত্রীর সঙ্গে ছিলেন, তখন অঙ্কিতা তাঁকে জড়িয়ে প্রথমে ডুকরে ডুকরে কেঁদে ওঠেন, তারপর তিনি ভেঙে পড়েন। তাঁকে অঝোরে কাঁদতে দেখা যায়। ভিকি অন্যান্য সদস্যদের অনুরোধ করেন তাঁর অনুপস্থিতিতে অঙ্কিতার যত্ন নিতে।