রাজ্যের ৪২ আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলার ৩ আসনেও মঙ্গলবার হবে লোকসভা ভোটের গণনা। আর তার আগে সাজো সাজো রব বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে। মঙ্গলবার সকাল থেকে সেখানে মঞ্চ ও প্যান্ডেল বাঁধার কাজ চলছে পুরোদমে। তবে কি নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত অধীর চৌধুরী? এব্যাপারে মুখ খুলে যদিও সাবধানী অধীরবাবু। তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার ৩ আসনেই জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
আরও পড়ুন - ছাপ্পা ভোট পরিচালনার অভিযোগে গ্রেফতার দলের নেতা, ফের মুখ পুড়ল তৃণমূলের
পড়তে থাকুন - শালবনিতে হচ্ছে না লৌহ - ইস্পাত কারখানা, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
মুর্শিদাবাদ জেলার ৩ আসন জঙ্গিপুর, মুর্শিদাবাদ ও বহরমপুরের মধ্যে জঙ্গিপুর ও বহরমপুরে লড়ছে কংগ্রেস। বহরমপুরে প্রার্থী অধীর চৌধুরী নিজে। জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন। মুর্শিদাবাদে প্রার্থী সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। তবে এবার বহরমপুর আসনে কি জয় ছিনিয়ে আনতে পারবেন ৫ বারের সাংসদ অধীর চৌধুরী? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
২০১৯ সালের লোকসভা ভোটে ৯০ হাজারের কিছু কম ভোটে তৃণমূলকে হারিয়েছিলেন অধীর। তার পর ভাগিরথী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। অধীরের বিরুদ্ধে স্টার ক্রিকেটার ইউসুফ পাঠানকে গুজরাত থেকে উড়িয়ে এনে দাঁড় করিয়েছে তৃণমূল। এই প্রথম কোনও মুসলিম প্রতিদ্বন্দীর বিরুদ্ধে লড়তে হচ্ছে অধীরকে। তার ওপরে রয়েছেন বিজেপি প্রার্থী শহরের নাম করা চিকিৎসক মানিক সাহা।
আরও পড়ুন - মন্ত্রিত্বের শর্তেই TMCর সাথে সেটিং? ভাঙড়ে নওসাদের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন
এদিন সাংবাদিক বৈঠক করে অধীরবাবু বলেন, ‘সবাই ভেবেছিল রাজ্যে দ্বিমুখি লড়াই হবে। কিন্তু বাম – কংগ্রেস জোট বহু জায়গায় লড়াইটাকে ত্রিমুখি করতে পেরেছে। মুর্শিদাবাদে তো বটেই, বীরভূম ও পুরুল্যাতেও কংগ্রেস ভালো ফল করবে।’
দলীয় দফতরে মঞ্চ বাঁধা নিয়ে অধীরবাবু বলেন, ‘তেমন কিছু নয়। অনেক দূর থেকে কর্মীরা আসেন। তাঁদের জন্য একটু ছায়া - জলের ব্যবস্থা করা চেষ্টা।’