মেলবোর্নে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে পরাজয়ের শিকার ভারত। আগের টেস্টগুলির মতো এবারও ব্যর্থ ভারতের টপ অর্ডার। দুই ইনিংসেই রান করতে পারেননি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিগত কয়বছর ধরে যেন এটাই হয়ে গেছে তাদের কাজ। শেষ ১৫ ইনিংসে মাত্র ১৬৪ রান করেছেন রোহিত, গড় ১০.৯৩। এখনও পর্যন্ত এই সিরিজে ৫ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ১০, ৩, ৬, ৩ এবং ৯। অর্থাৎ এই সিরিজে এখনও পর্যন্ত মাত্র ৩১ রান করেছেন রোহিত, গড় ৬.২। অন্যদিকে বিরাটের অবস্থাও একই রকম। পার্থের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি ছেড়ে দিলে বাকি সব ইনিংসে ব্যর্থ হয়েছেন রান পেতে। সোমবার টেস্ট হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। এদিন তিনি স্বীকার করে নেন যে ম্যাচ জয়ের বা ড্র করার সুযোগ ছিল তাঁদের কাছে।
পঞ্চম দিনে একটা সময় পর্যন্ত তেমনটাই মনে হচ্ছিল। বিশেষ করে চায়ের বিরতির আগে। ৩ উইকেট হারালেও বেশ ভালো মেজাজে ব্যাট করছিলেন যশস্বী জসওয়াল এবং ঋষভ পন্ত। কিন্তু এরপরেই খারাপ শট খেলে আউট হন ঋষভ পন্ত। তারপর লাগাতার উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। টেস্ট শেষে রোহিত বলেন, ‘আজকে আমাদের কাছে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসার বা ড্র করার সুযোগ ছিল। আমাদের এখনও একটা টেস্ট ম্যাচ হাতে রয়েছে। সেটায় জিতলে সিরিজ ২-২ হয়ে যাবে।’
তিনি জানান, এই মুহূর্তে অতীত নিয়ে আর ভাবতে নারাজ। এখন সামনের দিকে এগিয়ে যেতে চান রোহিত। হতাশা ব্যক্ত করেছেন নিজের পারফরম্যান্স নিয়েও। তিনি বলেন, ‘আমি বর্তমানে দাঁড়িয়ে অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবছি না। আমি ব্যাটিংয়ে সব রকমের চেষ্টা করেছি, কিন্তু সেটা কাজে আসেনি। যখন আপনি সফল হওয়ার জন্য চেষ্টা করেন এবং ব্যর্থ হন, তখন বিষয়টা খুবই হতাশজনক হয়ে ওঠে।’
প্রসঙ্গত, চতুর্থ টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অজিরা। প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল তারা। ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন স্টিভ স্মিথ। এরপর ব্যাট করতে নেমে ৩৬৯ রান তোলে ভারত। ১১৪ রান করেন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪০ রানের। কিন্তু তা তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। একমাত্র ব্যাট হাতে ভালো খেলেন যশস্বী।