ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ দাবি করেছেন যে, অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি কখনও অনুশীলন ম্যাচ খেলতে খুব বেশি পছন্দ করতেন না, পরিবর্তে তিনি নেট বেশি সময় কাটাতে চাইতেন। সোমবার (১২ মে) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন কিং কোহলি। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘যখন আমি এই ফর্ম্যাট থেকে সরে যাচ্ছি, তখন এটি আমার জন্য সহজ নয়, তবে এই মুহূর্তে এটি সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সর্বস্ব দিয়েছি এবং এটি আমাকে আমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু ফেরৎ দিয়েছে।’
আরও পড়ুন: যুদ্ধবিরতির ঘোষণা শুনেই বিমান থেকে সটাং নেমে পড়েন রিকি পন্টিং, পুরো দল পাওয়ার বিষয়ে আশাবাদী PBKS-ও
‘বিরাট নেটে বেশি সময় কাটাতে পছন্দ করতেন’
বিরাট কোহলি যখন ভারত অধিনায়ক ছিলেন, সেই সময়ে টিম ইন্ডিয়ার বোলিং কোচ ছিলেন ভরত অরুণ, তিনি পিটিআই-কে বলেছেন যে, ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেট তাঁর অভাব অনুভব করবে। তাঁর স্পষ্ট দাবি, ‘বিরাটের অধিনায়কত্বে ভারতের বোলিং কোচ হিসেবে আমি আমার সেরা কিছু মুহূর্ত কাটিয়েছি। তিনি কখনও-ই অনুশীলন ম্যাচ খেলতে পছন্দ করতেন না। ওঁর সব সময়ে মনে হতো যে, এই ম্যাচগুলোতে তীব্রতা কোথাও অনুপস্থিত এবং তিনি কখনও-ই অনুশীলন ম্যাচগুলো উপভোগ করতেন না। পরিবর্তে, তিনি নেটে বেশি সময় ব্যয় করতে পছন্দ করতেন এবং সর্বদা দ্রুততম উইকেট বেছে নিতেন এবং বোলারদের ১৬ গজ দূর থেকে বল করতে বা ১৬ গজ দূর থেকে থ্রো-ডাউন নিতে বাধ্য করতেন।’
কোহলির নেতৃত্বে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ায় জয়ী হয়েছিল ভারত
২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। এই সিরিজের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনার কথা শেয়ার করেছেন ভরত অরুণ। মেলবোর্ন টেস্টের আগের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পার্থে বিরাট দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, কিন্তু আমরা সেই ম্যাচটি জিততে পারিনি। মেলবোর্নে নামার সঙ্গে সঙ্গেই বিরাট ড্রেসিংরুমের মানসিকতা বদলে দেন। তিনি সবাইকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে, আমরা অস্ট্রেলিয়ার গিয়ে জিততে পারি এবং একজন দুর্দান্ত অধিনায়ক হিসেবে তাঁর কাজটি তিনি করেছিলেন।’