বৃহস্পতিবার ত্রিনিদাদের সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা মাত্রই অনন্য এক রেকর্ড গড়লেন এডেন মার্করাম। এমন এক ক্যাপ্টেন্সি রেকর্ড গড়েন এডেন, যা বিশ্বের আর কোনও অধিনায়কের নেই। বিশ্বের অন্যতম সব সফল ক্যাপ্টেনদেরও ফিকে দেখাবে মার্করামের এই নজিরের পাশে। এই রেকর্ড দেখে এককথায় বলা যায় যে, নেতৃত্ব দেওয়ার জন্যই সম্ভবত জন্ম মার্করামের।
আসলে এডেন মার্করামই বিশ্বের প্রথম ও একমাত্র ক্যাপ্টেন, যিনি অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিতে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম যুব বিশ্বকাপ জেতে। এখন দেখার বিষয় এই যে, মার্করামের হাত ধরে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম টি-২০ তথা সিনিয়র বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পারে কিনা।
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা প্রথমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সেবার প্রোটিয়া দলকে নেতৃত্ব দেন এডেন মার্করাম। ফাইনালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।
দুবাইয়ের খেতাবি লড়াইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৪৪.৩ ওভারে মাত্র ১৩১ রানে অল-আউট হয়ে যায়। আমদ বাট দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। ১২ রান করেন ইমাম উল হক। করবিন বশ ৪টি উইকেট নেন। কাগিসো রাবাদা নেন ১টি উইকেট।
আরও পড়ুন:- IND vs ENG Head To Head: টেস্টে এগিয়ে ব্রিটিশরা, ODI-তে রোহিতরা, T20-র ভারত-ইংল্যান্ড লড়াইয়ে পাল্লা ঝুঁকে কাদের দিকে?
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪২.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলে ম্যাচ জিতে যায় এবং ট্রফি নিয়ে দেশে ফেরে। মার্করাম ১২৫ বলে ৬৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মারেন। ম্যাচের সেরা হন করবিন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এডেন মার্করাম।
আরও পড়ুন:- Farooqi Breaks Hasaranga's Record: আফগানিস্তান সেমিফাইনাল হেরে ছিটকে গেলেও বিরাট রেকর্ড গড়লেন ফারুকি, ভয় শুধু আর্শদীপকে
এডেন ছাড়াও দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপজয়ী দলের তারকা পেসার কাগিসো রাবাদা এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালেও মাঠে নামবেন। এখন দেখার যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কিনা মার্করামরা।
কোনও বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব না দিলেও যুব বিশ্বকাপ ও একটি সিনিয়র আইসিসি ইভেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন আরও ২ জন। সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান ২০০৬ সালের যুব বিশ্বকাপ জেতে। পরে ২০১৭ সালে সরফরাজের ক্যাপ্টেন্সিতে পাকিস্তান ঘরে তোলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব।
আরও পড়ুন:- IND vs ENG Live Streaming: গায়ানায় সকাল সকাল শুরু হবে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, ভারতে বসে ফ্রি-তে কখন-কীভাবে দেখবেন?
বিরাট কোহলির নেতৃত্বে ভারত ২০০৮ সালে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। পরে ২০২১ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেন কোহলি। যদিও ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি।