শুভব্রত মুখার্জি:- চলতি টি-২০ বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। ভারত যখন একদিকে সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের তখন অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান দল। ঘটনাচক্রে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ কার্যত ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি বলা যায়।
সেবার ম্যাচে ভারতকে একেবারে বাজেভাবে হারিয়েছিল ইংল্যান্ড দল। ১০ উইকেটে রোহিত শর্মার বাহিনীকে উড়িয়ে দিয়েছিল জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সেই ইংল্যান্ডের বিরুদ্ধে এবার কার্যত প্রতিশোধের ম্যাচ ভারতের বলা যায়। আর এই ম্যাচের আগে ভারতীয় দল তো বটেই ভারত অধিনায়ককে নিয়েও বেশ সাবধানী ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। ভারত অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলাতে।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী আলি জানিয়েছেন, 'নিঃসন্দেহে রোহিত শর্মা একজন বিশ্বমানের ক্রিকেটার। এই বিষয়ে কোনওরকম কোন সন্দেহ কারুর থাকতে পারে না। টি-২০ এমন একটা ফর্ম্যাট যেখানে মাঝে মধ্যে আপনাকে প্রার্থনা করতে হবে যাতে রোহিতের মতন তারকা ব্যাটাররা যাতে তাড়াতাড়ি আউট হয়ে যায়। এটাই ক্রিকেটের বৈশিষ্ট্য। বলা যায় টি-২০ ফর্ম্যাটের বৈশিষ্ট্য। ক্রিকেটে সবসময় সব ম্যাচে যে কোনও একজন ব্যাটার রান পাবেই এর কোন গ্যারান্টি নেই। যত ভালোই কোনও ব্যাটার খেলুক না কেন, সে যত ভালো ফর্মেই থাকুক না কেন এর গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে এটা ভুললেও চলবে না যে ভারতের রোহিত ছাড়াও আরো বিশ্বমানের একাধিক ক্রিকেটার রয়েছে। যারা নিজেদের দিনে বিপক্ষের মাথাব্যথার কারণ হতে পারে।'
তিনি আরো যোগ করেন, ‘ভারত খুব ভালো দল। ওদের দলে বেশ ভাল ব্যালান্স রয়েছে। প্রতিটা বিভাগে ওদের ভালো ক্রিকেটার রয়েছে। ফলে আমাদেরকে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। সেটা হলেই আমরা ওদেরকে হারাতে পারব। একটা বেশ ভালো ম্যাচ হবে। আমরা সবাই এই ম্যাচটা খেলতে মুখিয়ে রয়েছি। এটা একটা চ্যালেঞ্জ। খুব বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। অনেকটা যখন গতবার আমরা অস্ট্রেলিয়াতে সেমিফাইনালে ওদের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলাম সেইরকম চ্যালেঞ্জ রয়েছে এবারও।’
শেষে মইন বলেন, 'আমাদেরকে ম্যাচ নিয়ে পরিকল্পনা করতে হবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আমরা এই ম্যাচে আক্রমণাত্মক খেলব। ঠিক যেমনটা আমরা ২০২২ সালে ওদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাট করেছিলাম। ওই উইকেটে আমাদের বোলাররা ভালো বল করেছিল। সেই দিনকে আমাদের বোলাররাই ম্যাচটা আমাদের হয়ে সেট করে দিয়েছিল। ওইদিন দারুন পারফরম্যান্স ছিল আমাদের। আশা করি ওই পারফরম্যান্সটাই আমরা এবারও করতে পারব।'