আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ পকেটে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ বাকি থাকতেই ঝুলিতে তুললো সিরিজ। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও দাপটের সঙ্গে বধ করল ইব্রাহিম জাদরানদের। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। তবে এদিনের বিশেষ চমক ছিল ১৪ মাস বাদে বিরাট কোহলির আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলা। তবে ফিরেই এদিন সকলের নজর কাড়লেন কিং কোহলি। ব্যাট হাতে তিনি হাকিয়েছেন বেশকিছু আকর্ষণীয় শট। তার মধ্যে একটি ছিল নবীন উল হকের বিরুদ্ধে। এই শটটি চার হলেও প্রশংসা কুড়াতে সফল হয়নি অনেকের। কেন হল এইরকম? এই একই শট তিনি খেলেছিলেন ২০২২ সালের টি২০ বিশ্বকাপে হ্যারিস রউফের বিরুদ্ধে। সেই সেটি হয়েছিল ছয়, তবে এটি হয়েছে চার। ঠিক এই কারণেই খুশি হননি অনেকে।
রবিবার, অর্থাৎ ১৪ জানুয়ারি, ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামে 'মেন ইন ব্লু'। ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো তারা। সেই সঙ্গে সিরিজ জিতল ভারত। তবে জয়ের চেয়েও দর্শকদের কাছে এই দিন সবচেয়ে বেশি আনন্দের ছিল বিরাটের কামব্যাক এবং তাঁর ব্যাট থেকে বাউন্ডারির বন্যা। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পরই নামেন বিরাট এবং এসেই শুরু করেন আক্রমণ করতে। এদিন ১৬ বলে ২৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন তিনি, যার মধ্যে রয়েছে পাঁচটি চার। তবে তার মধ্যে একটি দর্শকে আনন্দের সঙ্গে উপভোগ করলেও, প্রশংসা অর্জন করতে পারেনি সকলের।
নবীন উল হকের বিরুদ্ধে যেই শটটি তিনি খেলেছিলেন, সেই একই শট তিনি খেলেছিলেন হ্যারিস রউফের বিরুদ্ধে ২০২২ সালের টি২০ বিশ্বকাপে। সেইবার তিনি ছক্কা হাকাতে সফল হলেও, এবার তিনি তা করতে পারেননি। ছয়ের বদলে হয়েছে চার এবং ঠিক এই কারণেই দর্শকদের খুশি দিয়েও প্রশংসা কুঁড়াতে পুরোপুরি সফল হননি বিরাট। তবে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেছেন যে বয়স বাড়লেও বিরাট একই রয়ে গিয়েছেন। অনেকে আবার পাকিস্তানের বোলিংয়ের সঙ্গে আফগানিস্তানের বোলিংয়ের তুলনা করে ট্রোলও করেন হ্যারিস রউফকে। তবে সব মিলিয়ে বিরাটের এই আকর্ষণীয় বাউন্ডারি আনন্দ দিয়েছে ক্রিকেটপ্রেমী থেকে ধারাভাষ্যকারী সকলকে।
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান সবকটি উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন গুলাবদিন নায়েব। ভারতের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান আর্শদীপ সিং। এছাড়া দুটি করে উইকেট পান রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল এবং একটি উইকেট তোলেন শিবম দুবে। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এদিন ৬৮ রানের ইনিংস খেলেন ওপেনার যশস্বী জসওয়াল। এছাড়া এদিন ফের অর্ধশতরান করেন শিবম দুবে। তাঁর মোট সংগ্রহ ৩২ বলে ৬৩। আফগানিস্তানের বোলারদের মধ্যে দুটি উইকেট পান করিম জন্নত এবং একটি করে উইকেট তোলেন নবীন উল হক এবং ফজলহক ফারুকি। ম্যাচের সেরা হন স্পিনার অক্ষর প্যাটেল।