ভারতীয় দল পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যদিও অনেক সমালোচকই প্রশ্ন তুলেছেন আইসিসির এই ইভেন্টের সূচি এবং ভেনু নির্বাচন নিয়ে। যেখানে হাইব্রিড মডেলে ম্যাচ করায় টিম ইন্ডিয়া প্রতিযোগিতার পাঁচটি ম্যাচই খেলছে একটি ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে, সেখানে বাকি দলগুলোকে দুই দেশের স্টেডিয়ামে গিয়ে গিয়ে ম্যাচ খেলতে হচ্ছে। যদিও ভেনু নির্বাচনের সময় আইসিসির সঙ্গে যুক্ত অর্থাৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো কেন তা নিয়ে প্রশ্ন তোলেনি, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে।
টিম ইন্ডিয়াকে কোনও সুবিধা দেওয়া হয়নি
ভারতীয় দলের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারাও মনে করছেন না আইসিসির তরফে ভারতকে কোনওরকম বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। তাঁর কথায় আইসিসি আরব আমিরশাহিকে হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিকল্প ভেনুর জন্য বেছে নিয়েছিল, কারণ সেখানকার লজিসটিক্যাল ব্যবস্থা অনেক উন্নত। অর্থাৎ শেষ মূহূর্তে খেলা আয়োজনে সক্ষম আর পাকিস্তান থেকেও কাছাকাছি। ফলে যাতায়াতের ক্ষেত্রে বেশি সময় লাগবে না।
সূচির সঙ্গে ভারতের সাফল্যের সম্পর্ক নেই
চেতেশ্বর পূজারার কথায়, ‘আমার মনে হয় না ভারত কোনওরকম বাড়তি সুবিধা পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনেক আগে থেকেই প্রকাশিক হয়ে গেছিল। আর ভারত আগেই জানিয়েছিল যে পাকিস্তানে তাঁরা খেলতে যাবে না নিরাপত্তাজনিত কারণে। এরপরই আইসিসি আর বিসিসিআই মিলে নিউট্রাল ভেনু হিসেবে বেছে নেয়। আর ভারত-পাকিস্তান ম্যাচও কিন্তু নিউট্রাল ভেনুতে হয়, যেটা পাকিস্তানের কাছে ’।
ভারতের প্রতিভা অন্যান্য দেশের তুলনায় বেশি-
পূজারা মনে করছেন ভারতে প্রচুর সংখ্যায় প্রতিভা থাকায় সেটাই রোহিতের দলকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে। তাঁর কথায়, ‘আমার মনে হয় না ভারতের কোনও সুবিধা হয়েছে দুবাইতে খেলায়। যদি ভারত হারত, তাহলে কেউ বলত না যে দুবাইতে খেলা হয়েছে বলে হেরেছে। এটা ভারতের হোম গ্রাউন্ড নয়। আমার মনে হয় ভারতের যেটা সুবিধা হয়েছে সেটা হল দলের প্রচুর প্রতিভার থাকা আর ভালো মানের একাধিক অলরাউন্ডার দলে থাকায় ’।
দলের চার স্পিনারই ভারতের ট্রাম্প কার্ড
এরপরই মেন ইন ব্লুজদের অলরাউন্ডারদের প্রশংসা করে পূজারা বলেন, ‘আমাদের দলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল রয়েছে , এছাড়াও কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার রয়েছে। অন্যান্য দলের দিকে তাকাতে বোঝা যাবে, ওদের মাত্র ২টো করে স্পিনার রয়েছে। এই কারণেই অন্যান্য দলগুলো দুবাই বা আরবে গিয়ে সমস্যায় পড়ছে। আমার মনে হয় আমাদের দলের ভারসাম্য খুবই ভালো, আমাদের ভালো অলরাউন্ডারও রয়েছে। হার্দিক পাণ্ডিয়াও আছে দলে। এছাড়াও টপ অর্ডারে এক ভালো ব্যাটিং রয়েছে। এসব দিকগুলোর জন্যই রোহিত শর্মার দল এত সাফল্য পাচ্ছে, ভেনুটা কোনও কারণই নয় ’।