1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2024, 10:38 AM ISTMoinak Mitra
ওমানের বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া। অর্ধশতরান করলেন মার্কাস স্টইনিস এবং ডেভিড ওয়ার্নার। বল হাতে তিন উইকেটও নেন মার্কাস স্টইনিস, ম্যাচে খেলেননি প্যাট কামিনস
ওমানের বিরুদ্ধে অর্ধশতরান করা ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টইনিস। ছবি- এএফপি
ওমানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৩৯ রানে ওমানকে হারিয়ে দিল ব্যাগি গ্রিন্সরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে খুব বেশি রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের ডেরায় উইকেটে তেমন বাউন্স বা গতি ছিল না। ৫ উইকেটে ১৬৪ রান করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে আনকোরা ওমান। গত ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ সুপার ওভারে নিয়ে গেছিলেন ওমানের বোলাররা, এদিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন আপের সঙ্গে ভালোই লড়াই দিলেন ওমানে বোলাররা। সেই কারণেই বড় রান তুলতে পারলেন না ওয়ার্নার, হেডরা। এই ম্যাচে অবশ্য বিশ্রাম দেওয়া হয় প্যাট কামিন্সকে।
প্রত্যাশিতভাবেই ওমানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। উইকেটে তেমন গতি না থাকায়, মার্কাস স্টইনিসরা বুদ্ধিমত্তার সঙ্গে শট খেললেন। একসময় পরপর উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু ওয়ার্নার এবং স্টইনিস উইকেট বুঝে নিয়ে সোজা ব্যাটে শট খেলতে থাকেন, আর তাতেই রানের গতি বাড়ে। ওমানের বোলারদের বিরুদ্ধে এক সময় অজিদের রান রেট ৬-এর নিচে নেমে যায়। ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা ব্যর্থ হন। ৮.৩ ওভারে ৫০ রানে তিন উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, সেখান থেকেই খেলা ঘুড়িয়ে দেন ওয়ার্নার এবং স্টইনিস, দুই ক্রিকেটারই করলেন অর্ধশতরান। অবশ্য ওয়ার্নার অর্ধশতরান করলেন অত্যন্ত ধীর গতিতে।
ওমান জিততে না পারলেও তাঁদের লড়াই মন জিতেছে ক্রিকেটভক্তদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের বোলাররা যথেষ্ট লড়াই দিলেন। ডেভিড ওয়ার্নার ৫১ বলে করলেন ৫৬ রান। শেষ দিকে মার্কাস স্টইনিস ৩৬ বলে ৬৭ রান না করলে অজিদের কাজটা আরও কঠিন হয়ে যেত। গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের খারাপ ফর্ম বজায় রাখলেন টি২০ বিশ্বকাপেও, এই ম্যাচেও গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরলেন ম্যাক্সি।
ওডিআই বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে বল হাতে ছন্দে দেখা যায় মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয়ার বোলিং ওপেন করেন তিনি, তুলে নেন ২ উইকেট। নাথান এলিস এবং অ্যাডাম জাম্পাও নিলেন জোড়া উইকেট। ব্যাট হাতে নজর কাড়ার পর বল হাতেও দুরন্ত ছন্দে দেখা যায় অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে। ৩ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কার পান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। শনিবার ব্যাগি গ্রিন্সদের পরের ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইংল্যান্ডের বিরুদ্ধে বারবাদোসের কেনিংটন ওভালে।