আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। একবছর পেরিয়ে গেলেও ক্ষোভ, যন্ত্রণা আর বিচার চাওয়ার আর্তি নিয়ে আদালতের দরজায় ফের কড়া নাড়লেন নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাই কোর্টে তাঁরা আবেদন জানালেন, ঘটনাস্থল একবার নিজের চোখে দেখতে চান। এই মর্মে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি।
আরও পড়ুন: ‘জনগণের চাপের কাছে মাথানত’ করতে পারে না আদালত! সঞ্জয়ের সাজা নিয়ে বললেন বিচারক
আবেদনটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে। আবেদনে স্পষ্টভাবে জানানো হয়, নির্যাতিতার বাবা-মা ও তাঁদের আইনজীবী চান, একবার ‘প্লেস অফ অকারেন্স’ (ঘটনাস্থল)-এ গিয়ে নিজেরা দেখে নিতে চান কীভাবে এতটা ভয়াবহ ঘটনা ঘটল। সেই অনুমতির জন্য জরুরি শুনানির আরজি জানানো হয় আদালতে। অনুমতি মিললে আগামী বৃহস্পতিবারই হতে পারে শুনানি।
এর আগেও বিচারপতি ঘোষের এজলাসেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে। অভিযোগ উঠেছিল, মেয়ের মৃত্যুর প্রকৃত দোষীদের এখনও চিহ্নিত করতে পারেনি সিবিআই। এমনকি, সিএফএসএল রিপোর্টে একাধিক ডিএনএ নমুনা থাকলেও তদন্তে তা গুরুত্ব পায়নি বলেও দাবি পরিবারের।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ চত্বর থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তৎকালীন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। সেই বছরের ১৩ অগস্ট সিবিআই তদন্তের নির্দেশ আসে। গঠিত হয় ২৫ সদস্যের বিশেষ দল।