দেশ জুড়ে পার্বত্য অঞ্চলগুলিতে এবং উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলির জন্যে 'উড়ান' প্রকল্পের ঘোষণা করা হয়েছে গতকালকের বাজেটে। 'সম্ভাবনাময়' জায়গাগুলিতে হেলিপ্যাড থেকে ছোট বিমানবন্দর তৈরি এবং উন্নয়নের জন্যে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তবে এই প্রকল্পে বাংলার নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। এই আবহে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসকদল বিজেপির মধ্যে। (আরও পড়ুন: বাজেট তো গেল, সরকারি কর্মীদের বেতন কত বাড়তে পারে জানেন? রইল লেভেল ধরে ধরে হিসেব)
আরও পড়ুন: মেঘলা থাকবে কলকাতার আকাশ, বৃষ্টি কি হবে? কেমন থাকবে আবহাওয়া?
উল্লেখ্য, রাজ্যে কলকাতার পরে সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর উত্তরবঙ্গের বাগডোগরা। বাণিজ্যিক ভাবে সেটিসফলও বটে। এদিকে উত্তরবঙ্গে কোচবিহারের বিমানবন্দরে ওঠা-নামা করে মাত্র একটি উড়ান। এদিকে বালুরঘাট এবং মালদায় বিমানবন্দর নিয়ে বাজেটে কোনও স্পষ্ট উল্লেখ নেই বলে দাবি করা হয়েছে। অপরদিকে পুরুলিয়ার বিমানবন্দর নিয়েও কোনও উল্লেখ নেই বাজেট নথিতে। উল্লেখ্য, সম্প্রতি পুরুলিয়ায় বিমানবন্দর তৈরির জন্যে সমীক্ষা চালানো হয়েছিল। তবে বাজেটে 'উড়ান' প্রকল্পে এই সব জায়গা নিয়ে কোনও স্পষ্ট উল্লেখ না থাকায় ধন্দ তৈরি হয়েছে। (আরও পড়ুন: যোগেশ চন্দ্রের পুজো হচ্ছে মন্ত্রীর পার্টি অফিসের সামনে, মঞ্চে থাকবেন সাব্বির)
আরও পড়ুন: সরস্বতী পুজোয় 'বাধা' দেওয়ার অভিযোগ আরও এক কলেজে, প্রতিবাদে সরব TMCP
প্রসঙ্গত, এর আগে একধিকবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা বালুরঘাট বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। তবে তাতে কাজ এগোয়নি। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই বালুরঘাটেরই দু'বারের সাংসদ। এই পরিস্থিতিতে তিনি দাবি করেছেন, রাজ্য সরকারের সহযোগিতায় উড়ান প্রকল্পের মাধ্যমে বালুরঘাট বিমানবন্দরটিকে উন্নয়নের তালিকায় আনতে হবে। (আরও পড়ুন: শিয়রে ভোট, কেন্দ্রীয় বাজেট থেকে এহেন দিল্লি কত টাকা পাচ্ছে?)
আরও পড়ুন: ইউনুসের বাংলাদেশের জন্যে বাজেটে কত বরাদ্দ ভারতের? গতবারের তুলনায় বাড়ল না কমল?
এদিকে এর আগে গত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুরুলিয়ায় এয়ারস্ট্রিপ পরিদর্শন করে গিয়েছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। এরপর সেই বছরের সেপ্টেম্বরে তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে তৎকালীন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় পুরুলিয়ায় বিমানবন্দর তৈরির বিষয়ে উল্লেখ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এই আবহে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, এয়ারস্ট্রিপটি বর্তমানে রাজ্যের আওতায় রয়েছে। কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দেওয়া হলেও, রাজ্যের সাড়া মেলেনি। (আরও পড়ুন: যেমন কথা, তেমন কাজ! শুল্ক বৃদ্ধি করলেন ট্রাম্প, মাথায় হত কোন কোন দেশের?)
আরও পড়ুন: নির্দেশ এল স্পিকারের... সংসদে পেশ হবে ওয়াকফ যৌথ কমিটির রিপোর্ট এবং যাবতীয় প্রমাণ
এদিকে এই পরিস্থিতিতে তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব অভিযোগ করেন, সবই কাগজে ও প্রচারে চলছে। কাজের কাজ কিছু হচ্ছে না। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার অভিযোগ করেন, কলকাতার কাছে ভাঙড়, খড়গপুরে কলাইকুন্ডা, উত্তরবঙ্গের বাগডোগরা, হাসিমারায় বিমানবন্দরের উন্নয়নে জমি দেয়নি রাজ্য। এদিকে মালদা বিমানবন্দর নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের অভিযোগ, ২০১৬ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে ৩০ বছরের জন্য মালদা বিমানবন্দর লিজ নিয়েছিল রাজ্য। তবে তারপরে রানওয়ে আর বাড়ানো হয়নি।