বাংলা নিউজ > বাংলার মুখ > DA case in Supreme Court: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজ কী ঘটল? এল আরও এক আপডেট
আজ মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে রাজ্য়সরকারি কর্মীদের ডিএ নিয়ে মামলার দিকে আজ সকলেই তাকিয়ে ছিল। এরই তবে মঙ্গলবার হলনা ডিএ মামলার শুনানি। আজ ৫ নম্বর কোর্টে ৫১ নম্বরে ছিল এই মামলার শুনানি। তবে শুনানি শেষমেশ পিছিয়ে গিয়েছে। পরবর্তী শুনানি কবে হবে , তা জানা যায়নি।
(বিস্তারিত আসছে)
বাংলার মুখ খবর