কলকাতা হাইকোর্টে কামদুনি মামলার রায় ঘোষণার পরই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এই রায়ে হতাশ কামদুনির প্রতিবাদীরা। তাঁরা এখন সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই জেল থেকে ছাড়া পেয়েছে কামদুনির চারজন। আর এই আবহের মধ্যেই আজ, মঙ্গলবার কামদুনিতে বিজেপির মহিলা মোর্চা মিছিল করল। রাজারহাট থেকে কামদুনি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করছে বিজেপির মহিলা মোর্চা। আর কামদুনিতে বিজেপির মহিলা মোর্চার মিছিলে সামিল হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–সহ কয়েকজন বিধায়কও। এখান থেকেই রাজ্য সরকার ও সিআইডি –কে আক্রমণ করেছেন শুভেন্দু।
কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে দেখা দিয়েছে ক্ষোভ। রায়ের প্রেক্ষিতে অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। আর এবার সেই রায়ের প্রেক্ষিতে পথে নামল সাধারণ মানুষ। এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা অংশ নেন এই মিছিলে। আজ মঙ্গলবার ভিক্টোরিয়া হাউজ থেকে শুরু হয় এই মিছিল। তারপর মিছিল শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল বলেন, ‘আমরা পথে নামতে বাধ্য হলাম। রাজ্য সরকার আমাদের পথে নামতে বাধ্য করল। কলকাতা হাইকোর্টে বুক ভরা আসা নিয়ে আসতাম। আমরা জানতাম সেই রায়ই বহাল থাকবে। আমাদের আশা শেষ হয়ে গেল!’
আরও পড়ুন: কলকাতা পুরসভায় পুরকর্মীর আত্মহত্যার চেষ্টা, ছুটে এসে প্রাণ বাঁচাল পুলিশ