মন খারাপ কার না হয়। আর সেই মনখারাপের প্রভাব পড়ে আমাদের স্বপ্নের উপর। স্বপ্নে আমরা এমন কিছু জিনিস দেখি, যা আমাদের মনখারাপের ইঙ্গিত দিয়ে থাকে। মন খারাপ হলে সাধারণত নির্দিষ্ট কিছু স্বপ্ন মানুষ বেশি দেখেন।
কী কী স্বপ্ন? কী অর্থ তাদের
১. পড়ে যাওয়ার স্বপ্ন: এই ধরনের স্বপ্ন প্রায়ই নিরাপত্তাহীনতা, নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় বা জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে তখন দেখতে পাওয়া যায়।
২. তাড়া করার স্বপ্ন : যদি কেউ স্বপ্নে নিজেকে তাড়া করতে দেখে, তাহলে তা বাস্তবে কোনও সমস্যা, উদ্বেগ বা দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানোর মানসিকতাকে বোঝাতে পারে।
৩. পরীক্ষায় ব্যর্থ হওয়ার স্বপ্ন : এটি ব্যর্থতার ভয়, আত্মবিশ্বাসের অভাব বা কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুত না থাকার অনুভূতির ইঙ্গিত দেয়।
৪. দেরি হওয়ার স্বপ্ন : এই স্বপ্ন প্রায়শই সুযোগ হারানোর ভয়, অনুশোচনা বা জীবনের কোনও ক্ষেত্রে পিছিয়ে পড়ার উদ্বেগের প্রতীক।
আরও পড়ুন - বাড়ির দেওয়ালে ভুলেও নয় এসব ছবি, অশান্তির শেষ থাকবে না, জীবনেও দুর্যোগ ঘনাবে