২০২৫ সালে শনিদেবের একাধিক অবস্থান বহু রাশির ভাগ্যে তুমুল প্রভাব ফেলতে চলেছে। এমনই বার্তা দিচ্ছে রাশিফল। জ্যোতিষমতে বলা হচ্ছে, শনিদেবের অবস্থানের জেরে আসন্ন সময়ে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। এই যোগে শনিদেব ছাড়াও থাকছেন শুক্র, রাহু। আসন্ন সময়ে বহু বছর পর শনি, শুক্র আর বুধের ত্রিগ্রহী যোগ তৈরি হবে। তারফলে একাধিক রাশির ভাগ্যে আসবে সোনার চমক। কারা কারা এই যোগ থেকে ধন সম্পত্তি লাভ করতে পারবেন, দেখে নিন।বৃষ
বৃষ
বৃষ রাশির জন্য এইটি খুবই লাভদায়ক যোগ। অপার সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে এই যোগের ফলে। মান সম্মান বাড়তে থাকবে। আপনার ব্যক্তিত্বেও তার প্রভাব পড়বে। আত্মবিশ্বাস বাড়বে। বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। ব্যবসা বাড়বে। চাকরিরতদের মনের মতো জায়গায় হবে প্রমোশন।
মিথুন
এই যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের ইতিবাচক ফল দেবে। কেরিয়ারে নানান দিক থেকে আসবে উন্নতির ছোঁয়া। ধনলাভের যোগ তারি হবে। যা টাকা রোজগার করবেন, তার থেকে বেশি খরচ খরচা হবে। বেশ কিছু টাকা বিনিয়োগ করার জন্য ব্যবত হতে পারে। যাঁরা চাকরিহীন, তাঁরা পেতে পারেন চাকরি। ব্যবসায়ীদেরও ভালো টাকা রোজগার হবে।
কুম্ভ
বুধ, শুক্রের সঙ্গে শনির ত্রিগ্রহী যোগ তৈরির ফলে কুম্ভ রাশির ভরপুর লাভ হবে। বহু প্রকল্প সফল হবে। যা ভবিষ্যতে লাভ হবে। টাকা আসতে পারে। প্রমোশনের যোগ রয়েছে। আগে যা নিয়ে খুব পরিশ্রম করেছেন, তা থেকে বহু লাভ পাবেন। সঠিক সুযোগকে সঠিকভাবে ব্যবহার করুন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)