শাহরুখের ইগো অনেক, অভিনয় জানেন না! কারা এমন বললেন কিং খানকে নিয়ে?
- শাহরুখকে নিয়ে সম্প্রতি দুটো বিতর্ক উসকে গেল। একদিকে পাকিস্তানি অভিনেত্রী শাহরুখকে অভিনেতা নন বিজনেসম্যান বলে তকমা দেন। স্পষ্ট করে জানিয়ে দেন কিং খানকে নাকি দেখতেও সুন্দর নয়। অন্যদিকে প্রাক্তন সাংবাদিক রাজীব মসন্দ বলেন শাহরুখ নাকি অভিনেতাদের সঙ্গে বসে সাক্ষাৎকার দিতে চাননি। তিনি অভিনেত্রীদের সঙ্গে একসঙ্গে বসতে চেয়েছিলেন।