অস্ট্রেলিয়ার হয়ে যদি ডেভিড ওয়ার্নার হন, তবে ভারতের হয়ে একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন কেএল রাহুল। দুঃসময় মধ্যে দিয়ে যাচ্ছেন এই দুই ওপেনার। নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ২য় দিনে কেএল রাহুল আউট হওয়ার পরেই বিশেষজ্ঞ থেকে ক্রিকেটের অনুরাগী সকলেই তাঁর সমালোচনা শুরু করেছেন। ভারতীয় দলের একাদশ কী ভাবে তাঁর জায়গা হয় সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ।
বর্তমানে ব্যাট হাতে খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কেএল রাহুল। এমন অবস্থায় শনিবার ফিল্ডিং করার সময় একটি এমন ভুল করে বসলেন রাহুল যার পরে তাঁকে নিয়ে আরও সমালোচনা হচ্ছে। ফিল্ডিং করার সময়ে রাহুলের ভুলের ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যার পরে ভক্তরা বলছেন কেএল রাহুল কি ফিল্ডিং করার সময় ঘুমিয়ে পড়েছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সন্দীপ লামিচানের সঙ্গে করমর্দন করল না টিম স্কটল্যান্ড
আসলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে একটা বল যখন বাউন্ডারি লাইন পার করছিল তখন নিজের জায়গা থেকে একটুও নড়েননি রাহুল। আসলে তিনি বুঝতেই পারেননি যে বলটি কোন দিকে যাবে। কেএল রাহুলের এই অবিশ্বাস্য ভুলকে দর্শকরা কিছুতেই মেনে নিতে পারেননি। তারপরে সালোচনার ঝড় উঠেছে। কী করে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজার মারা একটি সহজ শটকে বাঁচাতে পারলেন না রাহুল? কী ভাবে বাউন্ডারি হতে দিলেন তিনি? উঠছে বহু প্রশ্ন।
আরও পড়ুন… আপনি বোলিং অলরাউন্ডার না ব্যাটিং? মজার উত্তর দিলেন অক্ষর
ঘটনাটি ঘটে ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে। রবীন্দ্র জাদেজা একটি ফ্লাইটেড ডেলিভারিকে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন উসমান খোয়াজা। সেই কারণে খোয়াজা মিড-উইকেটের উপর দিয়ে সামনের পায়ে শটটি ক্লিয়ার করেন। রাহুল ডিপে দাঁড়িয়েছিলেন। নিজেকে ভালো অবস্থানে রেখেছিলেন তিনি। এছাড়াও উসমান খোয়াজার মারা শটটি থামানোর অনেকটা সময় পেয়েছিলেন তিনি। কিন্তু রাহুল বুঝতে পারেননি যে বলটি কোন দিকে দিয়ে যাবে। তাই দূর থেকে নিছক দর্শকের মতো দাঁড়িয়ে থাকেন কেএল রাহুল। এবং বলটি বাউন্ডারির লাইন পার করে যায় এবং অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ চারটি রান পায়। যদিও এর পরের বলেই উসমান খোয়াজাকে আউট করেন জাদেজা। দুরন্ত ক্যাচ নিয়ে খোয়াজাকে সাজঘরে ফিরিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপরে কেএল রাহুলের ফিল্ডিং ও ম্যাচে মনোযোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।