বাংলা নিউজ > ময়দান > বাবরের বদলে অধিনায়ক কে- রিজওয়ান না সরফরাজ? পাকিস্তান কি ক্রিকেটের নিয়ম ভেঙে বসল?
পরবর্তী খবর
বাবরের বদলে অধিনায়ক কে- রিজওয়ান না সরফরাজ? পাকিস্তান কি ক্রিকেটের নিয়ম ভেঙে বসল?
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2022, 05:41 PM ISTTania Roy
পাক অধিনায়ক বাবর আজমের জ্বর হওয়ায় তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামেননি। তাঁর জায়গায় পরিবর্ত হিসাবে নামেন মহম্মদ রিজওয়ান। তাঁকে শুরুতে ফিল্ডিং ঠিক করতে দেখা যায়। পরে আবার সরফরাজকেও নেতৃত্বের দায়িত্ব নিতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই বিভ্রান্তি তীব্র হয়।
পাক অধিনায়ক কে? বিভ্রান্তি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন।
করাচিতে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে পাকিস্তান।বাবর আজমরা প্রথমে ব্যাট করে ৪৩৬ রান করেছে। পাল্টা কিউয়িরাও দুর্দান্ত ছন্দে তার জবাব দিচ্ছে। ওপেনার টম লাথাম (১১৩) এবং ডেভন কনওয়ে (৯২) প্রথম উইকেটে ১৮৩ রানের বড় পার্টনারশিপ গড়ে। জুটি গড়েন। তবে এই টেস্টে সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তৃতীয় দিনের প্রথম দিকে পাকিস্তানের অধিনায়ক নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
পাক অধিনায়ক বাবর আজমের জ্বর হওয়ায় তিনি তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামেননি। তাঁর জায়গায় পরিবর্ত হিসাবে নামেন মহম্মদ রিজওয়ান। প্রসঙ্গত, প্রথম একাদশ থেকে রিজওয়ান বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন সরফরাজ আহমেদকে। ২০১৯ সালের পর যিনি প্রথম টেস্ট খেলছেন। তবে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল রিজওয়ানকেই।
তদুপরি রিজওয়ানকে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফিল্ডিং প্লেসমেন্ট সেট করতেও দেখা গিয়েছে। তবে সমস্যাটি হল - মেরিলেবোন ক্রিকেট ক্লাব (২৪.১২ আইন) দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে, ‘একজন পরিবর্ত প্লেয়ার বোলিং বা অধিনায়ক হিসেবে কাজ করতে পারবেন না। তবে শুধুমাত্র আম্পায়ারের সম্মতিতে উইকেট-রক্ষক হিসেবে কাজ করতে পারেন।’
বিভ্রান্তি আরও প্রকট হয়ে ওঠে, যখন পাকিস্তান ডেভন কনওয়ের বিরুদ্ধে রিভিউ বেছে নেয়। নওমান আলি নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে ফাঁদে ফেলেন এবং আম্পায়ার আলিম দারের কাছে তিনি এলবিডব্লিউ-এর জন্য জোরালো আবেদনও করেন। কিন্তু আউট দেননি ফিল্ড আম্পায়ার। তখন নওমানের সঙ্গে কথা বলেন সরফরাজ। রিজওয়ানও তাতে যোগ দেন। প্রসঙ্গত, সরফরাজ, রিজওয়ান দু'জনকেই রিভিউয়ের জন্য ইশারা করতে দেখা যায়।
শেষ পর্যন্ত যেহেতু সরফরাজও রিভিউ বেছে নিয়েছিলেন, তাই ডিআরএস নেওয়া হয়েছিল। এবং রিভিউ অনুযায়ী আউট হন কনওয়ে। খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অধিনায়কত্বের দায়িত্ব নিতে দেখা যায় সরফরাজকেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।