অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে ডেভন কনওয়ের। তবে তা নিয়ে মোটেই আক্ষেপ নেই তাঁর। ম্যাচ হারায় হতাশ তিনি।
ডেভন কনওয়ে। ছবি- পিটিআই
শতরানটা পেয়ে যেতেই পারতেন ডেভন কনওয়ে। কিন্তু অল্পের জন্য সেই শতরানের সুযোগ হাতছাড়া করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার ডেভন কনওয়ে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না তিনি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তোলে সিএসকে। দুর্দান্ত ব্যাটিং করেন ডেভন কনওয়ে। ৫২ বলে ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি এবং মাত্র ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন তিনি। মূলত তাঁর ব্যাটিং দাপটেই মাত্র ৪ উইকেট হারিয়ে ২০০ রান তোলে চেন্নাই।
কিন্তু কনওয়ের সেই লড়াই ধোপে টিকল না। কারণ ব্যাট করতে নেমে খুব সহজেই দাপুটে ইনিংস খেলে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় পঞ্জাব। দুর্দান্ত ব্যাটিং করেন প্রভসিমরন সিং ২৪ বলে ৪২ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে। পাশাপাশি লিয়াম লিভিংস্টোন ২৪ বলে ১টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৪০ রান করেন। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য দেওয়া ২০১ রান তুলে নেয় পঞ্জাব।
চেন্নাই সুপার কিংস হারলেও ম্যাচের সেরা হয়েছেন ডেভন কনওয়ে। শতরান হাতছাড়া হওয়ার পাশাপাশি ম্যাচ হারায় হতাশ চেন্নাইয়ের এই ব্যাটার। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি ইনিংস বিরতিতে যেমন বলেছিলাম, আমরা অনুভব করেছি এই উইকেটে ব্যাট করার সময় বল কিছুটা ধীরগতির আসছিল। তবে সঠিকভাবে বলতে গেলে এটি একটি ভালো উইকেট ছিল। আমরা অনুভব করেছি টি-টোয়েন্টি ২০০ একটি খুব প্রতিযোগিতামূলক স্কোর। তবে এই রান করেও হার, স্বাভাবিক ভাবেই হতাশ আমরা। এই রানে জেতা উচিত ছিল। কিন্তু তা হয়নি। এটা ভেবেই খুব খারাপ লাগছে।'
কনওয়ে আরও বলেন, 'আমি মাইক হাসির সঙ্গে যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করি। হাসি কেবল অস্ট্রেলিয়ার জন্যই নয়, সিএসকে-র জন্যও অত্যন্ত অভিজ্ঞ, ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে এখানে প্রচুর ক্রিকেট খেলেছে। আমি রুতুরাজের সঙ্গে ব্যাটিং উপভোগ করি এবং অজিঙ্কার অনেক অভিজ্ঞতা হয়েছে। যখন জুটি বেধে খেলতে হয় তখন সেই অভিজ্ঞতা কাজে লাগে। তবে শেষ ২ বলে মহেন্দ্র সিং ধোনির ওভার বাউন্ডারি যা সত্যি অনবদ্য। ক্রিজে দাঁড়িয়ে থেকে দেখা সত্যি সৌভাগ্য়ের।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।