ম্যাচের একেবারে শেষ ওভারে পরপর দু'টি ওভার বাউন্ডারি মেরে দলকে কর্যত জেতানোর জায়গায় চলে যান মহেন্দ্র সিং ধোনি। সেই পুরনো মাহি। ধোনিকে দেখতে ভেঙে গেল সম্প্রচারকারী সংস্থার সব রেকর্ড।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচগুলির মধ্যে অবশ্যই জায়গা করে নেবে বুধবারের চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি। টানটান উত্তেজনার মুহূর্ত তৈরি হয়। শেষ বল হওয়ার আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে? মহেন্দ্র সিং ধোনি নাকি সঞ্জু স্যামসন? এমনই টানটান পরিস্থিতির সৃষ্টি হয়। অবশ্য শেষ পর্যন্ত বাজিমাত করে রাজস্থান।
বুধবারের এই ম্যাচে একটা সময় ১৭৬ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় চেন্নাই। সেখানে থেকে ধোনির ব্যাটে ঘুরে দাঁড়ায় সিএসকে। শেষ ওভারে ম্যাচ জিততে হলে চেন্নাইকে ২১ রান করতে হত। সেই সময় ব্যাট করছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। ক্যাপ্টেন কুল ক্রিজে থাকায় অনেকেই ভেবেছিলেন এই ম্যাচ তিনি বের করে নিয়ে যেতে পারবেন। তিনি চেষ্টাও করেন। বল করতে আসেন সন্দীপ শর্মা। প্রথম দুই বল হোয়াইড হয়। সেখানে অতিরিক্ত রান হয়ে যাওয়ায় কিছুটা হলেও সুবিধা হয় চেন্নাইয়ের। এরপর পরপর দুই বলে ওভার বাউন্ডারি সংগ্রহ করেন মাহি। ম্যাচ জয়ের গন্ধ পেতে শুরু করে চেন্নাই। কিন্তু এরপর পরপর দুই বলেই এক রান করে নেন তারা। ক্রমশ চাপ তৈরি হয়। সেই সঙ্গে তৈরি হয় ক্লাইম্যাক্সও। ১ বলে প্রয়োজন ৫ রান। একটি ওভার বাউন্ডারি মারলে ম্যাচ জিতে নেবে চেন্নাই। আর বাউন্ডারি মারলে ড্র হবে, এবং ম্যাচ গড়াবে সুপার ওভারে। গোটা দেশের নজর তখন চেন্নাই ম্যাচের দিকে।
এমনই ম্যাচ দেখতে যে সমর্থকরা মুখিয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র টেলিভিশনের পর্দাতেই নয়, সমর্থকরা চোখ রাখেন জিও সিনেমার প্ল্যাটফর্মেও। আর সেখানেই ধরা পড়েছে এমন এক ছবি, যা স্বাভাবিক ভাবেই অবিশ্বাস্য। সেখানে দেখা যাচ্ছে, যেই মুহূর্তে চেন্নাই সুপার কিংসকে এই ম্য়াচ জিততে হলে প্রয়োজন ছিল মাত্র ১ বলে ৫ রান, তখনও জিও সিনেমার পর্দায় ধরা পড়েছে, সেই মুহূর্তে সেই ম্যাচটি দেখছেন ২.২ কোটি সমর্থক। অর্থাৎ ২০ মিলিয়নেরও বেশি সমর্থক সেই মুহূর্তে চোখ রেখেছিলেন জিও সিনেমার পর্দায় ম্যাচ দেখতে। যা সচরাচর খুব একটা দেখা যায় না।
তা হবে নাই বা কেন, ম্যাচের পরিস্থিতি শেষ ওভারে এমন হয়ে যায়, যেখানে ৬ বলে ২১ রান থেকে ১ বলে ৫ রান করতে হত। স্বাভাবিক ভাবেই রোমাঞ্চকর ম্যাচ দেখতে পেল গোটা ক্রিকেট বিশ্ব। সেই সঙ্গে ফের একবার প্রমাণ হয়ে গেল, ক্রিকেটে শেষ বল না হওয়া পর্যন্ত আগে থেকে কোনও কিছুই বলা সম্ভব নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।