LSG vs GT: ভুল থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতায় আস্থা হার্দিকের, উপেক্ষিত ‘নেট-বোলারই’ জেতালেন গুজরাটকে
2 মিনিটে পড়ুন Updated: 22 Apr 2023, 10:46 PM IST-
মোহিতের শেষ ওভারের প্রথম বলে ২ রান নেন লোকেশ রাহুল। দ্বিতীয় বলে মোহিত আউট করেন লখনউ দলনায়ককে। তৃতীয় বলে মোহিত আউট করেন ডেভিড মিলারকে। চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন আয়ুষ বাদোনি। পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন দীপক হুডা। শেষ বলে কোনও রান খরচ করেননি মোহিত। সুতরাং, শেষ ওভারে মোহিত মাত্র ৪ রান খরচ করেন এবং ২টি উইকেট তুলে নেন। শেষ ওভারে ২টি রান-আউট মিলিয়ে পরপর ৪টি উইকেট পড়ে। গুজরাট ৭ রানে ম্য়াচ জেতে।
মোহিত ৩ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। বিশেষ করে শেষ ওভারের দুর্দান্ত বল করার জন্যই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মোহিত শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।