IPL 2023 Bhojpuri commentary: আইপিএলের প্রথম ম্যাচেই একেবারে সুপারহিট হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষানরা যেভাবে খেলার বিভিন্ন মুহূর্তের ব্যাখ্যা করেছেন, তাতে স্রেফ নিজেদের হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। টুইটারে একগুচ্ছ ভিডিয়ো পোস্ট করেছেন তাঁরা।
আইপিএলে ভোজপুরি কমেন্ট্রি ঘিরে এমনই সব মিম ছড়িয়ে পড়েছে টুইটারে।
দুরন্ত ছন্দে শুরু হয়েছে আইপিএল। প্রথম দিনেই মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়ারা। দ্বিতীয় দিনে 'ডবল হেডার' আছে। কিন্তু সেইসব ছাপিয়ে আইপিএলের ভোজপুরি ধারাভাষ্যে একেবারে মজে গিয়েছেন নেটিজেনরা। ভোজপুরি ধারাভাষ্য শুনে তাঁরা যেন নিজেদের সামলাতে পারছেন না। এমনই জাদু ছড়িয়েছে ভোজপুরি ধারাভাষ্যের, যাঁরা সেই ভাষা ছিঁটেফোটা জানেন না, তাঁরাও হাসি থামাতে পারছেন না।
এবার আইপিএলের লাইভ স্ট্রিমিং অন্য উচ্চতায় নিয়ে যেতে ১২ টি ভাষায় সম্প্রচার করছে জিয়ো - ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, ভোজপুরি, ওড়িয়া, তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড়। তবে সব ভাষার ধারাভাষ্যকে ছাপিয়ে গিয়েছে ভোজপুরি। আইপিএলের প্রথম ম্যাচেই (চেন্নাই সুপার কিংস এবং গুজরাটে টাইটানস) একেবারে সুপারহিট হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষানরা যেভাবে খেলার বিভিন্ন মুহূর্তের ব্যাখ্যা করেছেন, তাতে স্রেফ নিজেদের হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। টুইটারে একগুচ্ছ ভিডিয়ো পোস্ট করেছেন তাঁরা।
এক নেটিজেন বলেন, ‘জিয়ো সিনেমায় ভোজপুরি সিনেমা যেন একটা ভাবাবেগ।’ সেইসঙ্গে বিজেপি সাংসদের তেলুগু সিনেমার একটি দৃশ্যও পোস্ট করেছেন ওই নেটিজেন। অপর একজন আবার গুজরাটের রশিদ খানের জূয়সূচক ছক্কার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘এভাবেই একটি ম্যাচের শেষ হওয়ার সময় ধারাভাষ্য করতে হয়। এই বছরের আইপিএলের চ্যাম্পিয়ন হল ভোজপুরি ধারাভাষ্য।’ অপর একজন একটি ছবি পোস্ট করেন, যাতে লেখা ছিল, ‘বাপ রে! কিল্লা উখড় গেলা (বাপ রে! স্টাম্প ছিটকে গিয়েছে)।’
এক নেটিজেন আবার অমিতাভ বচ্চনের সিনেমার দৃশ্য পোস্ট করে লেখেন, 'বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) যদি ভোজপুরি ধারাভাষ্য চালিয়ে যায়, তাহলে এই হাল হবে আকাশ চোপড়ার।' যে ছবিতে বলিউডের শাহেনশাকে কোল্ড ড্রিঙ্কস এবং চা দিতে দেখা গিয়েছে। অপর এক নেটিজেনের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে যে একজন রাজার মতো কুর্সিতে বসে আছেন। যে আদতে আইপিএলের ভোজপুরি ধারাভাষ্য বলা হয়েছে। আর নীচে আইপিএলের ইংরেজি, হিন্দি ধারাভাষ্য আছে বলে দেখানো হয়েছে ওই ছবিতে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।